হোম > বিশ্ব

২০ দিনে দুবার করোনায় আক্রান্ত হলেন তিনি

২০ দিনের মধ্যে দুবার করোনায় আক্রান্ত হয়েছেন স্পেনের ৩১ বছর বয়সী এক স্বাস্থ্যকর্মী। এটি সবচেয়ে কম সময়ের মধ্যে পুনরায় আক্রান্ত হওয়ার ঘটনা বলে দাবি করেছেন স্প্যানিশ গবেষকেরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

পরীক্ষায় দেখা গেছে, ওই স্বাস্থ্যকর্মী করোনার আলাদা দুটি ধরনে আক্রান্ত হয়েছিলেন। গত বছরের ডিসেম্বরের শেষের দিকে তিনি ডেলটায় এবং জানুয়ারিতে ওমিক্রনে আক্রান্ত হন। 

গবেষকেরা বলছেন, এটি দেখায় যে আপনি আগে করোনায় সংক্রমিত হয়ে এবং সম্পূর্ণ ডোজ টিকা নিয়ে আবারও আক্রান্ত হতে পারেন। 

স্পেনের ওই স্বাস্থ্যকর্মীর প্রথম পিসিআর পরীক্ষায় পজিটিভ ফল এলেও কোনো উপসর্গ দেখা দেয়নি। তবে তিন সপ্তাহেরও কম সময় পরে তাঁর কাশি ও জ্বর দেখা দেয়। পরে ওই স্বাস্থ্যকর্মী আবারও পরীক্ষা করান। পরে আরও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে দেখা যায়, ওই স্বাস্থ্যকর্মী করোনার ভিন্ন দুটি ধরনে আক্রান্ত হয়েছেন। 

এই গবেষণা উপস্থাপনের সময় ইউরোপিয়ান কংগ্রেস অব ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজেসের গবেষক ড. জেমা রেসিও বলেন, এ ঘটনা থেকে বোঝা যায় ওমিক্রন প্রাকৃতিক বা ভ্যাকসিন থেকে অর্জিত রোগ প্রতিরোধক্ষমতা এড়িয়ে যেতে পারে। যারা একবার করোনায় আক্রান্ত হয়েছেন, তারা পুনরায় সংক্রমিত হবে না এমন ধারণা করা যাবে না।

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার