হোম > বিশ্ব

বিশ্বে এক দিনে করোনায় ১০ লক্ষাধিক শনাক্ত, মৃত্যু ৩৪২৩

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে সর্বশেষ বৈশ্বিক প্রতিবেদন অনুযায়ী বেশ কিছু দেশ করোনাভাইরাসের নমুনা পরীক্ষা কমিয়ে দিয়েছে এবং বিশ্বব্যাপী করোনাভাইরাস বৃদ্ধির যে পরিসংখ্যান দেখা গেছে, তাতে পুনরায় এর সংক্রমণ ভয়াবহতার দিকে যাওয়ার আশঙ্কা করছে সংস্থাটি। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১০ লাখ ৯৩ হাজার ২৪৫ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪২৩ জনের। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। আর দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৯ হাজার ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে, করোনায় মারা গেছে ৩২৯ জন। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা শনাক্ত হয়েছে ২৮ হাজার ৭০৯ জনের এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪০৯ জন। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪৭ কোটি ২৬ লাখ ১৬ হাজার ৬৮৪ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬১ লাখ ৫ হাজার ৫৬১ জনের। আর করোনা থেকে সুস্থ হয়েছে ৪০ কোটি ৮৫ লাখ ২৯ হাজার ২২০ জন। 

ডব্লিউএইচও বলছে, গত সপ্তাহের তুলনায় বিশ্বব্যাপী নতুন সংক্রমণের হার বেড়েছে ৮ শতাংশ। গত ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত নতুন করে শনাক্ত প্রায় ১ কোটি ১০ লাখ এবং মৃত্যু হয়েছে ৪৩ হাজার জনের। এই হার সবচেয়ে দ্রুত বাড়ছে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, যার মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া ও চীন। এ দুটি দেশে নতুন করে শনাক্তের হার বেড়ে ২৫ শতাংশ হয়েছে এবং মৃত্যু বেড়েছে ২৭ শতাংশ। এ বছর জানুয়ারির পর এই পরিমাণ বৃদ্ধি এটিই প্রথম। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।  

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে নতুন করে ছড়িয়ে পড়েছে সংঘাত, নিহত ৭

৭.৬ মাত্রার ভূমিকম্পে জাপানে আহত ৩০, সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে

সিরিয়ায় বাশারের পতনের ১ বছর: স্বপ্ন কিছুটা সত্যি, এখনো অনেক কাজ বাকি

ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি, এবার টার্গেট কৃষিপণ্য

৫৯০ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের পর এবার দ্বিতীয় ধাপ নিয়ে বৈঠক হবে ট্রাম্প-নেতানিয়াহুর

অস্ট্রেলিয়ায় তরুণীকে হত্যার পর ৪ বছর ভারতে লুকিয়ে ছিলেন ঘাতক

পাকিস্তান আর গণতন্ত্র একসঙ্গে যায় না—ইমরান খানকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র

৭.৬ মাত্রার ভূমিকম্পের পর জাপানে সুনামি সতর্কতা