হোম > বিশ্ব > ভারত

৪০ ঘণ্টার যানজটে ৩ জনের মৃত্যু, সড়ক কর্তৃপক্ষের প্রশ্ন ‘মানুষ এত তাড়াতাড়ি বেরোয় কেন?’

কলকাতা সংবাদদাতা

৪০ ঘণ্টা যানজটে আটকে থেকে অন্তত তিন জন যাত্রীর মৃত্যু হয়েছে। ছবি: এনডিটিভি

ভারতের মধ্যপ্রদেশের একটি জাতীয় সড়কে টানা ৪০ ঘণ্টা যানজটে আটকে থেকে অন্তত তিন জন যাত্রীর মৃত্যু হয়েছে। অত্যধিক গরম, খাবার, পানির অভাব এবং চিকিৎসার সুযোগ না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ অবস্থায় দেশটির জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) বলছে, ‘মানুষ এত তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোল কেন?’ আদালতে করা এ মন্তব্যে ক্ষুব্ধ হয়ে উঠেছে নিহতদের পরিবার, সাধারণ মানুষ ও নাগরিক সমাজ।

এ ঘটনার পর আদালতও সংস্থাটির আচরণে বিরক্তি প্রকাশ করেছে। রাজ্য প্রশাসন, টোল অপারেটর ও নির্মাণ সংস্থাকে দায়ী করে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে বিকল্প সড়ক নির্মাণের নির্দেশ দেওয়া হলেও এখনো নির্মাণ হয়নি। এর মধ্যে মূল সড়কটিতে সংস্কারকাজ চলমান থাকায় যানজট লেগেই ছিল। সম্প্রতি ভারী বৃষ্টির কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে।

নাগরিক অধিকার সংগঠনগুলো এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলছে, ‘এটা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, এটা নৈতিক দেউলিয়াপনার প্রকাশ।’

এদিকে নিহতদের পরিবার দাবি জানিয়েছে, সড়ক কর্তৃপক্ষ যেন প্রকাশ্যে ক্ষমা চায় এবং দায় স্বীকার করে ক্ষতিপূরণের ব্যবস্থা নেয়।

ভেনেজুয়েলার আশপাশে ১৫ হাজার সেনা, ‘কোয়ারেন্টিন’ আরোপের নির্দেশ যুক্তরাষ্ট্রের

ভারতে বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই