হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

রাশিয়ার ওপর ‘চরম শুল্ক’ আরোপের হুমকি ট্রাম্পের

আজকের পত্রিকা ডেস্ক­

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্সের সৌজন্যে

রাশিয়ার ওপর ‘চরম শুল্ক’ আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, আগামী ৫০ দিনের মধ্যে যদি ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়া কোনো চুক্তি না করে, তবে ১০০ শতাংশ সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে। স্থানীয় সময় গতকাল রোববার (১৪ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প। এ সময় রাশিয়ার প্রতি নিজের ‘অসন্তুষ্টি’ প্রকাশ করেন প্রেসিডেন্ট।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প হুমকি দিয়েছেন, ‘যদি যুদ্ধবিরতি চুক্তি না হয়, তাহলে আগামী ৫০ দিনের মধ্যে রাশিয়ার ওপর ১০০ শতাংশ সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে। এই শুল্ক আরোপের জন্য কংগ্রেসের নিম্নকক্ষ (হাউস) বা উচ্চকক্ষের (সিনেট) অনুমতির প্রয়োজন হবে না।’

এদিকে ট্রাম্পের এই ঘোষণার পরই মস্কো স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, বিনিয়োগকারীরা হয়তো ট্রাম্পের পক্ষ থেকে আরও কঠোর শুল্কের প্রত্যাশা করছিলেন। কারণ, এর আগে ৫০০ শতাংশ পর্যন্ত সেকেন্ডারি ট্যারিফের খবর শোনা গিয়েছিল। ট্রাম্প অবশ্য বলেছেন, একটি নির্দিষ্ট সংখ্যার পর আর শুল্কের পরিমাণ গুরুত্বপূর্ণ নয়, ১০০ শতাংশ শুল্কই যথেষ্ট।

ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তাঁর ‘হতাশা’ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘ক্ষেপণাস্ত্র কিয়েভে আঘাত না করা পর্যন্ত সবকিছুই শুধু কথা।’ ট্রাম্পের দাবি, ২০২২ সালে তিনি প্রেসিডেন্ট থাকলে রাশিয়া কখনো ইউক্রেন আক্রমণ করত না। তিনি পুতিনের সঙ্গে প্রায় সময় কথা বলতেন এবং যুদ্ধের আগমন দেখতে পাচ্ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র সেরা সামরিক সরঞ্জাম, সেরা ক্ষেপণাস্ত্র তৈরি করে। তিনি ঘোষণা করেন, এই অস্ত্রগুলো ন্যাটো জোটের কাছে পাঠানো হবে।

ট্রাম্প আবারও দাবি করেছেন, তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক সংঘাতের সমাধান করেছেন। তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে প্রায় চারবার চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখনো আলোচনা করছি।’ তাঁর মতে, অনেক আগেই এই চুক্তি সম্পন্ন হওয়া উচিত ছিল, কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এবং এতে বহু রুশ ও ইউক্রেনীয় সৈনিক মারা যাচ্ছেন।

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

ট্রাম্পের যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের চেয়ে ‘গায়ের জোর’কেই প্রাধান্য দিচ্ছে: গুতেরেস

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

ভারত–পাকিস্তানসহ ট্রাম্পের ‘শান্তি পরিষদে’ ডাক পেল যেসব দেশ