জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে এসে করোনায় আক্রান্ত হয়েছেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট অফিস থেকে বিষয়টি মঙ্গলবার সন্ধ্যায় নিশ্চিত করা হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মার্সেলো কুইরোগা প্রেসিডেন্ট জায়ার বলসোনারোর প্রতিনিধি দলের অংশ। বিবৃতিতে বলা হয়, তিনি ভালো আছেন। তাঁর দলের অন্য সদস্যদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
সিএনএনের অধিভুক্ত সিএনএন ব্রাজিলকে কুইরোগা জানান, নিউইয়র্কেই ১৪ দিনের কোয়ারেন্টিনে আছেন তিনি। দলের অন্য সদস্যদের সঙ্গে তিনি এখন যুক্তরাষ্ট্র থেকে রওনা হবেন না। তিনি জানান, এর আগে অন্য দেশ থেকে সংক্রমিত হওয়ার আশঙ্কায় প্রতিনিধিদলের কয়েকজন সফর বাতিল করেছেন।
উল্লেখ্য, কুইরোগা একজন হৃদ্রোগ বিশেষজ্ঞ। তাঁকে চলতি বছরের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র।