হোম > বিশ্ব

জাতিসংঘের বৈঠকে এসে করোনায় আক্রান্ত ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে এসে করোনায় আক্রান্ত হয়েছেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট অফিস থেকে বিষয়টি মঙ্গলবার সন্ধ্যায় নিশ্চিত করা হয়েছে। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মার্সেলো কুইরোগা প্রেসিডেন্ট জায়ার বলসোনারোর প্রতিনিধি দলের অংশ। বিবৃতিতে বলা হয়, তিনি ভালো আছেন। তাঁর দলের অন্য সদস্যদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। 

সিএনএনের অধিভুক্ত সিএনএন ব্রাজিলকে কুইরোগা জানান, নিউইয়র্কেই ১৪ দিনের কোয়ারেন্টিনে আছেন তিনি। দলের অন্য সদস্যদের সঙ্গে তিনি এখন যুক্তরাষ্ট্র থেকে রওনা হবেন না। তিনি জানান, এর আগে অন্য দেশ থেকে সংক্রমিত হওয়ার আশঙ্কায় প্রতিনিধিদলের কয়েকজন সফর বাতিল করেছেন।

উল্লেখ্য, কুইরোগা একজন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ। তাঁকে চলতি বছরের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। 

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র।  

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

মার্কিন নজর এড়িয়ে কীভাবে তেল পাচার করে ভেনেজুয়েলার গোপন নৌবহর

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র