হোম > বিশ্ব > ভারত

গুগল ম্যাপ ধরে সেতু পার হতে গিয়ে নদীতে পড়ল গাড়ি, নিহত ৩

সংযোগ সড়কবিহীন সেই সেতু ও দুর্ঘটনা কবলিত সেই গাড়ি। ছবি: এনডিটিভি

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করে সংযোগ সড়কহীন সেতু থেকে গাড়ি পড়ে তিনজন নিহত হয়েছেন। সেই ঘটনার পর গতকাল মঙ্গলবার গুগল জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে এ দুর্ঘটনার তদন্তে তারা সহযোগিতা করছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গত রোববার ভোরে উত্তর প্রদেশের রামগঙ্গা নদীর ওপর ওই সেতু থেকে একটি গাড়ি নিচে পড়ে যায়। গাড়িতে থাকা তিন ব্যক্তি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। গাড়িচালক গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করে ওই সড়ক বেছে নেন। কিন্তু শেষ পর্যন্ত সড়কটি একটি অসমাপ্ত সেতুতে গিয়ে শেষ হয়।

ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, রাতে অন্ধকার থাকায় গাড়িচালক সামনে সংযোগ সড়ক আছে কি না, তা বুঝতে পারেননি। একপর্যায়ে গাড়িটি সেতু থেকে পড়ে যায়। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ গুগল ম্যাপের এক কর্মকর্তাসহ স্থানীয় গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে এক ই-মেইল বিবৃতিতে বার্তা সংস্থা এএফপিকে গুগলের এক মুখপাত্র বলেছেন, ‘নিহতদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। আমরা কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং তদন্তে সহায়তা করছি।’

স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ব্রিজটির একটি অংশ গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। উল্লেখ্য, ঠিক এক বছর আগে কেরালার পেরিয়ার নদীতে গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করতে গিয়ে গাড়ি খাদে পড়ে গেলে দুই চিকিৎসকের মৃত্যু হয়।

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বুনেছেন ট্রাম্প—ইয়েল বিশেষজ্ঞের সতর্কতা

ব্রাজিলে ধসে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ ১১০ ফুট উঁচু রেপ্লিকা