হোম > বিশ্ব

মার্কিন রকস্টার রাশিয়ায় আটক

রকস্টার ট্র্যাভিস লিক শুধু একটি ব্যান্ডদলই চালাতেন না, মার্কিন বাহিনীতে একসময় তিনি প্যারাট্রুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এবার মাদক চোরাচালানের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে রুশ কর্তৃপক্ষ। 

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে মিররের প্রতিবেদনে বলা হয়েছে, ৫১ বছর বয়সী ট্র্যাভিস এক দশকেরও বেশি সময় ধরে রাশিয়ায় অবস্থান করছিলেন। দুই মাস ধরে তাঁকে আটক করে রাখা হয়েছে। অভিযোগ উঠেছে, বিপুল পরিমাণে মাদক উৎপাদন, বিক্রি ও বহনের সঙ্গে তিনি জড়িত। 

জানা গেছে, রাশিয়ার বেশ কয়েকটি রক ব্যান্ডের সঙ্গে গায়ক এবং প্রযোজক হিসেবে কাজ করেছেন ট্র্যাভিস। বর্তমানে ‘লোভি নোচ’ নামে একটি ব্যান্ডের সঙ্গে কাজ করছিলেন। বিচারে দোষী সাব্যস্ত হলে তাঁর ২০ বছরের জেল হতে পারে। 

পশ্চিমা গণমাধ্যমগুলোর অভিযোগ, ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই বিভিন্ন অভিযোগে বিদেশি—বিশেষ করে আমেরিকানদের গ্রেপ্তার করছে রুশ কর্তৃপক্ষ। আমেরিকা ও ইউরোপে বিভিন্ন অভিযোগে বন্দী থাকা রুশ নাগরিকদের মুক্তির জন্য সাধারণত এ ধরনের পদক্ষেপ গ্রহণ করে মস্কো। 

ট্র্যাভিসের বিষয়ে রুশ গণমাধ্যমে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে মাদক সরবরাহের অভিযোগ দিয়েছিলেন এক নারী। পরে ম্যাফেড্রোন নামে একটি মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে মার্কিন ওই গায়কের বিরুদ্ধে। ম্যাফেড্রোন সেবন করলে কোকেনের মতো অনুভূতি হয়। 

মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, ২০১০ সাল থেকে রাশিয়ার মস্কোতে অবস্থান করছিলেন ট্র্যাভিস। এর আগে মার্কিন প্যারাট্রুপার হিসেবে ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। ২০১৪ সালে আন্দোলনের সময় কিছুদিনের জন্য ইউক্রেনেও ছিলেন। তার সঙ্গে ভ্যালেরিয়া নামে এক রুশ নারীকেও আটক করা হয়েছে। 

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক দিন আগেই মস্কোর যে বাড়িতে ট্র্যাভিস থাকতেন সেখানে তল্লাশি চালিয়ে সন্দেহজনক বস্তু পাওয়া গেছে। শুরুতে অস্বীকার করলেও পরে তদন্তকারীদের কাছে ট্র্যাভিস স্বীকার করেছেন যে তিনি রাশিয়ায় ম্যাফেড্রোনের একটি বাজার তৈরি করতে চেয়েছিলেন। এটি মূলত তরুণ—বিশেষ করে নারীদের মাঝে সরবরাহ করা হতো। 

এর আগে সম্প্রতি ইভান গেরশকোভিচ নামে মার্কিন এক সাংবাদিককেও গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করেছিল রুশ কর্তৃপক্ষ।

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

প্রায় মার্কিন নাগরিক হয়েছিলেন তাঁরা, বাগড়া দিলেন ট্রাম্প

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের