হোম > বিশ্ব

‘পাখি মুক্ত হলো’, টুইটার কিনে মাস্কের টুইট

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নিয়েছেন তা এখন পুরোনো খবর। নতুন খবর হলো চুক্তি সমাপ্ত হওয়ার পরপরই মাস্ক তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘পাখি মুক্ত হলো’। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মূলত পাখির মতো দেখতে টুইটারের লোগোকে ইঙ্গিত করেই ইলন মাস্ক এই টুইট করেছেন। এবং অর্থ হতে পারে—তিনি টুইটার কেনার আগে টুইটার বেশ কিছু প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাচ্ছিল, তবে এখন তিনি টুইটার কিনে নেওয়ায় টুইটার মুক্তি লাভ করেছে।

এর আগে, টুইটার কেনার আলাপ শুরুর দিকেই চলতি বছরের এপ্রিলে মাস্ক জানিয়েছিলেন—তিনি কীভাবে টুইটারের খোলনলচে বদলে দিতে চান। তিনি শক্তিশালী গণতন্ত্রের জন্য মত প্রকাশের স্বাধীনতার যে বিকল্প নেই সেটি বারবার উল্লেখ করে সে ক্ষেত্রে টুইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দিয়ে এসেছেন। টুইটারে মিথ্যা ও ভুয়া তথ্যের বিস্তার প্রতিরোধে টুইটারকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে ইলন মাস্ক নিজের অবস্থান ব্যক্ত করেছেন। তবে আসলে কোন ধরনের ব্যবস্থা তিনি নেবেন তা এখনো পরিষ্কার নয়। 

উল্লেখ্য, ৪৪ বিলিয়ন ডলারের চুক্তিতেই টুইটার কিনেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। চুক্তির সঙ্গে সম্পৃক্ত একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, টুইটারের মালিকানা গ্রহণ করার পর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরাগ আগারওয়াল ছাড়াও আরও কয়েকজন কর্মকর্তাকে ছাঁটাই করেছেন ইলন মাস্ক।

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত অন্তত ১৫, আহত ১৯

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রতাহারের দাবি সোমালিয়ার

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন