আরব বসন্ত থেকে শুরু করে চলতি বছরের ৬ জানুয়ারির যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলা বা দেশটিসহ বিভিন্ন দেশের নির্বাচনে সামাজিক যোগযোগ মাধ্যমের ভূমিকা থাকার অভিযোগ রয়েছে। এ অবস্থায় অনলাইনের ভুয়া, মিথ্যা তথ্যের প্রচার-প্রসার ঠেকাতে ‘বৈশ্বিক অনলাইন আইনের’ জন্য ঐক্যবদ্ধ হতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন।
সিডনিতে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে পেইন বলেন, ‘বিভিন্ন দেশ অনলাইনে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এসব বন্ধ করতে অস্ট্রেলিয়া, জাপান, ভারত এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত জোট ‘কোয়াড’ এবং জাতিসংঘ কাজ করছে। এতে করে বাক্স্বাধীনতা অবাধ হবে।’ এ অনুষ্ঠানে অন্যদের সঙ্গে ফেসবুকের প্রতিনিধিরাও উপস্থিতি ছিলেন।
মিথ্যা তথ্য ছড়ানো, বিভিন্ন ঘটনাকে প্রভাবিত করার অভিযোগে সম্প্রতি চাপে রয়েছে ফেসবুক।