হোম > বিশ্ব

ওমিক্রনের বিরুদ্ধে করোনা টিকার কাজ করা উচিত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে টিকাগুলোর কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন কর্মকর্তা। সংস্থাটির পক্ষ থেকে এমন এক সময়ে এই মন্তব্য করা হলো, যখন দক্ষিণ আফ্রিকার একটি গবেষণায় বলা হচ্ছে যে, করোনার এই নতুন ভ্যারিয়েন্ট ফাইজারের টিকার সুরক্ষা আংশিকভাবে এড়িয়ে যেতে পারে। 

কর্মকর্তা ড. মাইক রায়ান বার্তা সংস্থা এএফপিকে জানান, করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রন কোভিড টিকার সুরক্ষা বা কার্যকারিতা নষ্ট করে দিতে পারে, এমন কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। 

তিনি বলেন, `আমাদের কাছে অত্যন্ত কার্যকর ভ্যাকসিন রয়েছে, যা এখনো পর্যন্ত সমস্ত ধরনের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে। ওমিক্রনের বিরুদ্ধে এসব টিকা কার্যকর হবে না, এমনটি মনে করার কোনো কারণ নেই।'

রায়ান জানান, প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে যে ডেলটা বা করোনার অন্যান্য ধরনের তুলনায় ওমিক্রনে মানুষ বেশি অসুস্থ হচ্ছে না। যদি কেউ অসুস্থ হয়েও থাকে, তাহলেও তাদের সেই অসুস্থতার তীব্রতা কম।

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ওমিক্রন ধরন শনাক্তের খবর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) জানায়। পরে বতসোয়ানা, বেলজিয়াম, হংকং ও ইসরায়েলে এই ধরন শনাক্ত হয়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে শনাক্ত হচ্ছে করোনার এই নতুন ধরন।

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

প্রায় মার্কিন নাগরিক হয়েছিলেন তাঁরা, বাগড়া দিলেন ট্রাম্প

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের