হোম > বিশ্ব

‘বিপুল অর্থের লোভ দেখিয়ে’ চীনে টানা হচ্ছে ব্রিটিশ সামরিক পাইলটদের

ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক পাইলটদের দক্ষতা কাজে লাগাতে চীনা সেনাবাহিনী বিপুল অর্থের লোভ দেখিয়ে তাঁদের টেনে নিয়ে যাচ্ছে বলে দাবি করছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চীনের পিপলস লিবারেশনস আর্মির সদস্যদের প্রশিক্ষণ দিতে এ পর্যন্ত ৩০ জন সাবেক সামরিক পাইলট চীনে পাড়ি জমিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

সাবেক সামরিক পাইলটরা যাতে চীনা সামরিক বাহিনীর হয়ে কাজ না করেন, সে বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করছে যুক্তরাজ্য। 

পাইলটদের ধরে ধরে প্রলোভন দেওয়া চলছে এবং এই প্রবণতা সম্প্রতি ব্যাপক বেড়েছে বলে পশ্চিমা দেশগুলোর কর্মকর্তারা বলছেন। তবে ব্রিটিশ পাইলটদের এ ধরনের নিয়োগে যুক্তরাজ্যের আইন অনুযায়ী কোনো বাধা নেই।   

এক কর্মকর্তা বলেন, ‘লোকজন টানতে আকর্ষণীয় সম্মানীর টোপ দেওয়া হচ্ছে। অর্থই এখানে উদ্দীপনার মূল উৎস।’

কোনো কোনো প্যাকেজে সর্বোচ্চ ২ লাখ ৭০ হাজার ডলার পর্যন্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, আইনের লঙ্ঘন না হলেও যুক্তরাজ্য ও অন্যান্য দেশের কর্মকর্তারা চীনের এই প্রচেষ্টাকে প্রতিহত করার চেষ্টা করছেন।

বিবিসি বলছে, পশ্চিমা দেশগুলোর উড়োজাহাজ কীভাবে চলে এবং পাইলটদের কার্যক্রম সম্পর্কে ব্রিটিশ পাইলটদের কাছ থেকে চীনা বাহিনী ধারণা নিচ্ছে। এসব তথ্য তাইওয়ান সংকটের মতো ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। 

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

ট্রাম্পের যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের চেয়ে ‘গায়ের জোর’কেই প্রাধান্য দিচ্ছে: গুতেরেস

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

ভারত–পাকিস্তানসহ ট্রাম্পের ‘শান্তি পরিষদে’ ডাক পেল যেসব দেশ