মেক্সিকোর পূর্বাঞ্চলীয় উপকূলে হারিকেন গ্রেসের তাণ্ডবে অন্তত আটজন নিহত হয়েছেন। প্রবল বর্ষণ ও বাতাসে বন্যার সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। বিবিসির এক প্রতিবেদনে রোববার (২২ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হারিকেন গ্রেসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির ভেরাক্রুজ রাজ্য। রাজ্যটিতে স্থানীয় সময় শনিবার (২১ আগস্ট) সকালে ঝড় আঘাত হানে। ঝড়ের প্রভাবে ভেরাক্রুজ রাজ্যে উপড়ে গেছে গাছপালা।
ভেরাক্রুজ, পুয়েবলা, টাক্সালা, হিডালগো, নরদার্ন কুয়েরেত্রো এবং পূর্বাঞ্চলীয় স্যান পোতোসিতে জরুরি অবস্থা জারি থাকবে বলে জানিয়েছেন ভেরাক্রুজের গভর্নর কুইতলাহুক গার্সিয়া জিমেনজি। উল্লেখিত এলাকাগুলো বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে।