হোম > বিশ্ব

অতিবেগে গাড়ি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইউরো জরিমানা

ডয়চে ভেলে

নির্ধারিত গতিসীমার বেশি বেগে গাড়ি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৩৮ লাখ ৩৯ হাজার টাকা) জরিমানা দিয়েছেন ফিনল্যান্ডের এক কোটিপতি।  

যে ব্যক্তিকে জরিমানা করা হয়েছে, তাঁর নাম আন্দার্স ভিকলফ৷ তিনি আলান্ড আইল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তি৷ তাঁকে সেখানে ‘রাজা' নামেও ডাকা হয়। লজিস্টিকস, হেলিকপ্টার সার্ভিস, রিয়েল এস্টেট, ট্রেড ও পর্যটন খাতে তাঁর ব্যবসা আছে।

সুইডেন ও ডেনমার্কের মধ্যে বাল্টিক সাগরে অবস্থিত স্বায়ত্তশাসিত এলাকা আলান্ড আইল্যান্ডস। সেখানে চালকের আয় বিবেচনা করে জরিমানা করা হয়।

স্থানীয় পত্রিকা ‘নুয়া আলান্ড’ বলছে, যে রাস্তায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর কথা, সেখানে ঘণ্টায় ৮২ কিলোমিটার বেগে গাড়ি চালাতে গিয়ে শনিবার পুলিশের হাতে ধরা পড়েন ভিকলফ। জোরে গাড়ি চালানোর জন্য দুঃখপ্রকাশ করেছেন তিনি৷ তাঁর আশা, জরিমানার টাকা স্বাস্থ্য সেবায় খরচ করা হবে৷

এর আগে ২০১৮ সালে একই অপরাধে তাঁকে ৬৩ হাজার ৬৮০ ইউরো (সাড়ে ৭৩ লাখ টাকা) জরিমানা করা হয়েছিল৷ তারও বছর পাঁচেক আগে জোরে গাড়ি চালানোর জন্য তাঁকে ৯৫ হাজার ইউরো (এক কোটি ১০ লাখ টাকা) জরিমানা করা হয়।

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

মেক্সিকোতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জনের মৃত্যু, আহত শতাধিক

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান