হোম > বিশ্ব

অতিবেগে গাড়ি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইউরো জরিমানা

ডয়চে ভেলে

নির্ধারিত গতিসীমার বেশি বেগে গাড়ি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৩৮ লাখ ৩৯ হাজার টাকা) জরিমানা দিয়েছেন ফিনল্যান্ডের এক কোটিপতি।  

যে ব্যক্তিকে জরিমানা করা হয়েছে, তাঁর নাম আন্দার্স ভিকলফ৷ তিনি আলান্ড আইল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তি৷ তাঁকে সেখানে ‘রাজা' নামেও ডাকা হয়। লজিস্টিকস, হেলিকপ্টার সার্ভিস, রিয়েল এস্টেট, ট্রেড ও পর্যটন খাতে তাঁর ব্যবসা আছে।

সুইডেন ও ডেনমার্কের মধ্যে বাল্টিক সাগরে অবস্থিত স্বায়ত্তশাসিত এলাকা আলান্ড আইল্যান্ডস। সেখানে চালকের আয় বিবেচনা করে জরিমানা করা হয়।

স্থানীয় পত্রিকা ‘নুয়া আলান্ড’ বলছে, যে রাস্তায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর কথা, সেখানে ঘণ্টায় ৮২ কিলোমিটার বেগে গাড়ি চালাতে গিয়ে শনিবার পুলিশের হাতে ধরা পড়েন ভিকলফ। জোরে গাড়ি চালানোর জন্য দুঃখপ্রকাশ করেছেন তিনি৷ তাঁর আশা, জরিমানার টাকা স্বাস্থ্য সেবায় খরচ করা হবে৷

এর আগে ২০১৮ সালে একই অপরাধে তাঁকে ৬৩ হাজার ৬৮০ ইউরো (সাড়ে ৭৩ লাখ টাকা) জরিমানা করা হয়েছিল৷ তারও বছর পাঁচেক আগে জোরে গাড়ি চালানোর জন্য তাঁকে ৯৫ হাজার ইউরো (এক কোটি ১০ লাখ টাকা) জরিমানা করা হয়।

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের পাঁচ বছরের কারাদণ্ড

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ

ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন