হোম > বিশ্ব

অতিবেগে গাড়ি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইউরো জরিমানা

ডয়চে ভেলে

নির্ধারিত গতিসীমার বেশি বেগে গাড়ি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৩৮ লাখ ৩৯ হাজার টাকা) জরিমানা দিয়েছেন ফিনল্যান্ডের এক কোটিপতি।  

যে ব্যক্তিকে জরিমানা করা হয়েছে, তাঁর নাম আন্দার্স ভিকলফ৷ তিনি আলান্ড আইল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তি৷ তাঁকে সেখানে ‘রাজা' নামেও ডাকা হয়। লজিস্টিকস, হেলিকপ্টার সার্ভিস, রিয়েল এস্টেট, ট্রেড ও পর্যটন খাতে তাঁর ব্যবসা আছে।

সুইডেন ও ডেনমার্কের মধ্যে বাল্টিক সাগরে অবস্থিত স্বায়ত্তশাসিত এলাকা আলান্ড আইল্যান্ডস। সেখানে চালকের আয় বিবেচনা করে জরিমানা করা হয়।

স্থানীয় পত্রিকা ‘নুয়া আলান্ড’ বলছে, যে রাস্তায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর কথা, সেখানে ঘণ্টায় ৮২ কিলোমিটার বেগে গাড়ি চালাতে গিয়ে শনিবার পুলিশের হাতে ধরা পড়েন ভিকলফ। জোরে গাড়ি চালানোর জন্য দুঃখপ্রকাশ করেছেন তিনি৷ তাঁর আশা, জরিমানার টাকা স্বাস্থ্য সেবায় খরচ করা হবে৷

এর আগে ২০১৮ সালে একই অপরাধে তাঁকে ৬৩ হাজার ৬৮০ ইউরো (সাড়ে ৭৩ লাখ টাকা) জরিমানা করা হয়েছিল৷ তারও বছর পাঁচেক আগে জোরে গাড়ি চালানোর জন্য তাঁকে ৯৫ হাজার ইউরো (এক কোটি ১০ লাখ টাকা) জরিমানা করা হয়।

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

কাবুলে চীনা রেস্তোরাঁয় বোমা হামলার দায় স্বীকার আইএসের

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু