হোম > বিশ্ব

অতিবেগে গাড়ি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইউরো জরিমানা

ডয়চে ভেলে

নির্ধারিত গতিসীমার বেশি বেগে গাড়ি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৩৮ লাখ ৩৯ হাজার টাকা) জরিমানা দিয়েছেন ফিনল্যান্ডের এক কোটিপতি।  

যে ব্যক্তিকে জরিমানা করা হয়েছে, তাঁর নাম আন্দার্স ভিকলফ৷ তিনি আলান্ড আইল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তি৷ তাঁকে সেখানে ‘রাজা' নামেও ডাকা হয়। লজিস্টিকস, হেলিকপ্টার সার্ভিস, রিয়েল এস্টেট, ট্রেড ও পর্যটন খাতে তাঁর ব্যবসা আছে।

সুইডেন ও ডেনমার্কের মধ্যে বাল্টিক সাগরে অবস্থিত স্বায়ত্তশাসিত এলাকা আলান্ড আইল্যান্ডস। সেখানে চালকের আয় বিবেচনা করে জরিমানা করা হয়।

স্থানীয় পত্রিকা ‘নুয়া আলান্ড’ বলছে, যে রাস্তায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর কথা, সেখানে ঘণ্টায় ৮২ কিলোমিটার বেগে গাড়ি চালাতে গিয়ে শনিবার পুলিশের হাতে ধরা পড়েন ভিকলফ। জোরে গাড়ি চালানোর জন্য দুঃখপ্রকাশ করেছেন তিনি৷ তাঁর আশা, জরিমানার টাকা স্বাস্থ্য সেবায় খরচ করা হবে৷

এর আগে ২০১৮ সালে একই অপরাধে তাঁকে ৬৩ হাজার ৬৮০ ইউরো (সাড়ে ৭৩ লাখ টাকা) জরিমানা করা হয়েছিল৷ তারও বছর পাঁচেক আগে জোরে গাড়ি চালানোর জন্য তাঁকে ৯৫ হাজার ইউরো (এক কোটি ১০ লাখ টাকা) জরিমানা করা হয়।

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বেঁচে ফেরা ২ শিক্ষার্থী বেঁচেছিলেন স্কুল জীবনেও

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বন্ডাই বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প