হোম > বিশ্ব

কানাডার রেল স্টেশনে নামাজ পড়তে নিষেধ করলেন নিরাপত্তারক্ষী

কানাডার অটোয়ায় একটি রেল স্টেশনে এক নিরাপত্তারক্ষী (স্টেশন গার্ড) একজন মুসলিম ব্যক্তিকে নামাজ আদায় করতে নিষেধ করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সংবাদমাধ্যম সিটিভি নিউজের বরাত দিয়ে আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

সিটিভি ও আরব নিউজ বলেছে, ভুক্তভোগী ব্যক্তি নিজেকে শুধু ‘আহমদ’ হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন, ‘রেল স্টেশনের একটি কক্ষের দরজার পাশের খালি জায়গায় আমি নামাজ আদায় করছিলাম। নামাজ শেষে হলে একজন নিরাপত্তারক্ষী আমার কাছে এসে বলেন, এখানে আর নামাজ আদায় করবেন না। বাইরে গিয়ে করবেন।’

গত সোমবার আহমদের সঙ্গে এ ঘটনা ঘটেছে বলে সিটিভিকে তিনি নিজেই জানিয়েছেন।

এদিকে অটোয়া সিটিজেন নিউজের ওয়েবসাইটে এ ঘটনার একটি ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওটি ইতিমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, নিরাপত্তারক্ষীর পোশাক পরা এক ব্যক্তি বলছেন, এখানে নামাজ পড়বেন না। আপনার নামাজ স্টেশনের অন্য যাত্রীদের বিরক্ত করতে পারে। 

কানাডার ভায়া রেল কোম্পানি ইতিমধ্যে এ ঘটনার জন্য মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেছে এবং এ ঘটনার তদন্ত শেষে উপযুক্ত পদক্ষেপ নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া ভায়া রেল ও ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিম পরস্পর বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ ঘটনাকে ‘দুঃখজনক’ বলেছে।

সিটিভি নিউজকে আহমদ বলেছেন, ‘আমি এ ঘটনায় খুবই আহত বোধ করেছি এবং দুঃখ পেয়েছি। আমি বিশ্বাস করতে পারছিলাম না, এটা কি কানাডা? এটা কি রাজধানী অটোয়া?’

ভায়া রেলের কর্মকর্তারা বলেছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে তাঁরা সর্বোচ্চ সতর্ক থাকবেন।

ভায়া রেল কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, ওই নিরাপত্তাকর্মী ভায়া রেলের নিয়মিত কর্মচারী নন। তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তদন্তের ফলাফল না আসা পর্যন্ত আপাতত তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন