হোম > বিশ্ব

কানাডার রেল স্টেশনে নামাজ পড়তে নিষেধ করলেন নিরাপত্তারক্ষী

কানাডার অটোয়ায় একটি রেল স্টেশনে এক নিরাপত্তারক্ষী (স্টেশন গার্ড) একজন মুসলিম ব্যক্তিকে নামাজ আদায় করতে নিষেধ করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সংবাদমাধ্যম সিটিভি নিউজের বরাত দিয়ে আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

সিটিভি ও আরব নিউজ বলেছে, ভুক্তভোগী ব্যক্তি নিজেকে শুধু ‘আহমদ’ হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন, ‘রেল স্টেশনের একটি কক্ষের দরজার পাশের খালি জায়গায় আমি নামাজ আদায় করছিলাম। নামাজ শেষে হলে একজন নিরাপত্তারক্ষী আমার কাছে এসে বলেন, এখানে আর নামাজ আদায় করবেন না। বাইরে গিয়ে করবেন।’

গত সোমবার আহমদের সঙ্গে এ ঘটনা ঘটেছে বলে সিটিভিকে তিনি নিজেই জানিয়েছেন।

এদিকে অটোয়া সিটিজেন নিউজের ওয়েবসাইটে এ ঘটনার একটি ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওটি ইতিমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, নিরাপত্তারক্ষীর পোশাক পরা এক ব্যক্তি বলছেন, এখানে নামাজ পড়বেন না। আপনার নামাজ স্টেশনের অন্য যাত্রীদের বিরক্ত করতে পারে। 

কানাডার ভায়া রেল কোম্পানি ইতিমধ্যে এ ঘটনার জন্য মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেছে এবং এ ঘটনার তদন্ত শেষে উপযুক্ত পদক্ষেপ নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া ভায়া রেল ও ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিম পরস্পর বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ ঘটনাকে ‘দুঃখজনক’ বলেছে।

সিটিভি নিউজকে আহমদ বলেছেন, ‘আমি এ ঘটনায় খুবই আহত বোধ করেছি এবং দুঃখ পেয়েছি। আমি বিশ্বাস করতে পারছিলাম না, এটা কি কানাডা? এটা কি রাজধানী অটোয়া?’

ভায়া রেলের কর্মকর্তারা বলেছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে তাঁরা সর্বোচ্চ সতর্ক থাকবেন।

ভায়া রেল কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, ওই নিরাপত্তাকর্মী ভায়া রেলের নিয়মিত কর্মচারী নন। তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তদন্তের ফলাফল না আসা পর্যন্ত আপাতত তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত