হোম > বিশ্ব

চীনের জিরো-কোভিড কৌশল টেকসই নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার সংক্রমণ কমাতে চীনের জিরো-কোভিড কৌশল টেকসই নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনে এমনটি জানানো হয়।

মহামারি শুরু হওয়ার পর থেকে চীন দেশের সবচেয়ে খারাপ করোনা প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করছে। গত কয়েক সপ্তাহ ধরে সাংহাইয়ের আড়াই কোটি মানুষের বেশির ভাগ মানুষ বাড়িতে আটকে রয়েছে।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, করোনাভাইরাসের আচরণ ও ভবিষ্যতে আমরা কী প্রত্যাশা করি তা বিবেচনা করে আমরা মনে করি না যে শূন্য-কোভিড কৌশল টেকসই। আমরা চীনা বিশেষজ্ঞদের সঙ্গে এই সমস্যাটি নিয়ে আলোচনা করেছি। আমরা তাদের ইঙ্গিত দিয়েছি যে পদ্ধতিটি টেকসই হবে না। 
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি স্বাস্থ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ড. মাইকেল রায়ান জানান, কোভিড-১৯ মহামারি মোকাবিলায় ব্যক্তি এবং মানবাধিকারের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে যে কোনো ব্যবস্থা নেওয়া উচিত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিশেষজ্ঞ ডাক্তার মারিয়া ভ্যান কেরখোভ বলেন, আমাদের লক্ষ্য বিশ্বের সমস্ত করোনা রোগী খুঁজে বের করা বা সমস্ত সংক্রমণ বন্ধ করা নয়। বর্তমান সময়ে এটা সত্যিই সম্ভব নয়। তবে আমাদের যা করতে হবে তা হলো সংক্রমণ কমাতে হবে।

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি