হোম > বিশ্ব

ফাইজারের ভ্যাকসিন ১০০% কার্যকর

ফাইজার ও বায়োএনটেকের করোনা ভ্যাকসিন ১২-১৫ বছরের শিশুদের ওপর ১০০ শতাংশ কার্যকর ও নিরাপদ। আজ বুধবার কোম্পানি দুটি এ কথা জানিয়েছে। 

ফাইজারের প্রতিবেদনে বলা হয়েছে, ১২-১৫ বছরের ২ হাজার ২৬০টি শিশুর দেহে এই ভ্যাকসিন ট্রায়াল চালানো হয়। এই ট্রায়ালে শতভাগ কার্যকর ফল পাওয়া গেছে।

গবেষণায় দেখা গেছে, মোট ২ হাজার ২৬০ শিশুর মধ্যে ১ হাজার ১২৯ টিকে প্লাসিবো দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ১৮টি করোনা পজিটিভ হয়। ভ্যাকসিন পাওয়া বাকি ১ হাজার ১৩১ শিশুর একটিও করোনা আক্রান্ত হয়নি।

ফাইজার বলেছে, ১৬-২৫ বছর বয়সীদের মধ্যে ট্রায়াল দেওয়ার সময় যে শারীরিক সমস্যাগুলো দেখা দিয়েছিল, তেমন সমস্যা শিশুদের ক্ষেত্রেও দেখা গেছে। তবে তা সহনীয় বলেও জানিয়েছে ফাইজার। দেহের যেখানে সিরিঞ্জের সূচ প্রবেশ করানো হয়েছে সেখানে সামান্য ব্যথা, জ্বর, মাথাব্যথার মতো মৃদু সমস্যা দেখা গেছে।

ফাইজারের নির্বাহী কর্মকর্তা অ্যালবার্ট বোরলা বলেছেন, শিশুদের জন্য এই ভ্যাকসিন প্রয়োগের জরুরি অনুমোদন পেতে আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র খাদ্য ও ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের (এফডিএ) কাছে এই পরীক্ষার তথ্য-উপাত্ত জমা দেওয়া হবে।  

টেক্সাক্স শিশু হাসপাতালের ভ্যাকসিন উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক ডা. পিটার হোটেজ বলেন, শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া ছাড়াও স্কুল খুলে দেওয়া যেতে পারে। তবে ভ্যাকসিন দিলে ভালো।

 

 

 

 

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন তরুণের

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক