হোম > বিশ্ব

সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। মক্কার পবিত্র কাবা শরিফ ও মদিনা মসজিদে নববীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। 

সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইরাক, মিশর, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে। করোনার কারণে বিধিনিষেধের মধ্যেই ঈদের নামাজ শেষে পশু কোরবানির মাধ্যমে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। 

এর আগে সোমবার (১৯ জুলাই) সৌদি আরবে আরাফাতে হজের মূল আনুষ্ঠানিকতা পালিত হয়। করোনা মহামারিতে দ্বিতীয় বছরের মতো অনুষ্ঠিত হয় পবিত্র হজ।। কঠোর স্বাস্থ্যবিধি মেনে এবার হজে অংশ নেন ৬০ হাজার মুসল্লি। রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রিযাপন করেন হাজিরা। স্থানীয় সময় ফজর নামাজ শেষে শয়তানকে লক্ষ্য করে পাথর ছুড়বেন তারা। পরে সাফা মারওয়া প্রদক্ষিণ শেষে পশু কোরবানি করবেন। 

এ বছর হজের অনুমতি পাওয়া সবাই কোভিড-১৯ টিকার দুটি ডোজই নিয়েছেন। তাঁরা সবাই সৌদি আরবের নাগরিক ও বাসিন্দা। শুধু ১৮ থেকে ৬৫ বছর বয়সীরাই এবারের হজের অনুমতি পেয়েছেন। সৌদি আরবের বাইরে থাকেন এমন কেউ এ বছর হজের অনুমতি পাননি।   

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

ভেনেজুয়েলা উপকূলের কাছে আরেকটি তেলবাহী ট্যাংকারকে যুক্তরাষ্ট্রের ধাওয়া

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

ভেনেজুয়েলার আরও একটি তেলের ট্যাংকার ধাওয়া করছে মার্কিন বাহিনী

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা