হোম > বিশ্ব

চীনে চাহিদা বাড়ার আশায় তেলের দরে টান

মহামারীর অভিঘাতে সংকটে পড়া অর্থনীতিকে টেনে তুলতে সোমবার চীন নগদ প্রবাহ বাড়ানোর পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। এর ফলে বিশ্বে অপরিশোধিত তেলের সবচেয়ে বড় আমদানিকারক দেশটি থেকে চাহিদা বাড়ার আশা তৈরি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, অপরিশোধিত তেল ব্রেন্টের দর ৬৬ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেড়ে সকাল সাড়ে ১০টা নাগাদ ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২৯ ডলারে উঠেছে। গত সপ্তাহে ব্রেন্টের দর কমেছিল ৬ দশমিক ৪ শতাংশ। ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েটের দরও আগের সপ্তাহে ৭ দশমিক ৬ শতাংশ কমেছিল। সোমবার তা ৫৬ সেন্ট বা দশমিক ৬ শতাংশ বেড়ে ৮৬ দশমিক ১৭ ডলারে উঠেছে।

চীনের কেন্দ্রীয় ব্যাংক এদিন আগের ২ দশমিক ৭৫ শতাংশ সুদের হার অপরিবর্তিত রেখে কয়েকটি সরকারি ব্যাংককে একবছরের জন্য পুরো প্রায় ৭ হাজার কোটি ডলারের মধ্যমেয়াদী ঋণ দিয়েছে। এ নিয়ে দ্বিতীয় মাসে সুদের অপরিবর্তিত রইল। বিশ্লেষকরা বলছেন, চীন যে সামনে সম্প্রসারণমূলক মুদ্রানীতি অব্যাহত রাখবে একেবারে পুরো অর্থছাড় সেই বার্তাই দিল।

দেশটি অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ সক্ষমতা ব্যাপক বাড়ানোর পাশাপাশি কয়লা, তেল, গ্যাস ও বিদ্যুৎসহ প্রধান প্রধান পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখার ঘোষণার কথা সোমবার এক জ্যেষ্ঠ জ্বালানি কর্মকর্তা জানিয়েছেন। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে আরেক চীনা কর্মকর্তা বলেন, চীন প্রধান প্রধান পণ্যের মজুতও বাড়াতে যাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, তেলের দর বাড়ার পেছনে কয়েকটি বিষয়ের যৌথ অবদান রয়েছে। এর মধ্যে অর্থনীতির জন্য অন্তর্ভুক্তিমূলক নীতি চালু রাখার বিষয়ে রোববার দলীয় কংগ্রেসের চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মন্তব্য অন্যতম। এসবের প্রভাবে চাহিদা পূর্বাভাসে ইতিবাচক ইঙ্গিত মিলছে বলে সিএমসি মার্কেট অ্যানালিস্ট টিনা টেং মনে করেন।

তবে ওপেক প্লাস দেশগুলোর তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তের কারণে দাম অস্থিতিশীল থাকবে বলেই মনে করা হচ্ছে। তার উপর রুশ তেলের উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রভাব পড়বে।

গত সপ্তাহে এক বৈঠকে জ্বালানি তেলের উৎপাদন দৈনিক রেকর্ড ২ লাখ ব্যারেল কমানোর ঘোষণা দেয় রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস। তাদের এই সিদ্ধান্তে পশ্চিমা বিশ্বে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে ক্ষোভের পাশাপাশি উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারপরও শীর্ষ রপ্তানিকারক সৌদি আরব নভেম্বরে এশিয়ার প্রধান বাজারগুলিতে তেল রপ্তানি অব্যাহত রাখবে।

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!