হোম > বিশ্ব

বিষাক্ত পাউডার ব্যবহার করে সাবেক প্রেমিকাকে হত্যা

বিষাক্ত পাউডার ব্যবহার করে সাবেক প্রেমিকাকে হত্যার পর মারা গেছেন প্রেমিকও। ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ মার্চ), কলম্বিয়ার একটি শপিং মলে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েন আরও কয়েকজন। বৃহস্পতিবার দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রেমিকার ওপর বিষাক্ত পাউডার ছোড়া ওই ব্যক্তির নাম লুইস কার্লোস আগুয়েরে। তাঁর বয়স ৬৭ বছর। আর হত্যার শিকার সাবেক নাম মেরিওরি মুনোজ। তাঁর বয়স ৪০ বছর।

স্থানীয় নিরাপত্তাবিষয়ক সচিব মারিয়ানো আতেহোর্তুয়া জানান, বুধবার কলম্বিয়ার মেডেলিন শহরের কাছের একটি শপিংমলে মুনোজকে বিষাক্ত পাউডার প্রয়োগ করেন লুইস। সেখানকার একটি বিউটি পার্লারে কাজ করতেন মুনোজ।

মুনোজ সেদিন আগুয়েরের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন। কিন্তু তিনি কয়েক মিনিটের মধ্যে আবার ফিরে আসেন শপিংমলে। এ সময় শ্বাসকষ্ট ও মাথাব্যথায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় তাঁকে। পরে চিকিৎসক মুনোজকে মৃত ঘোষণা করেন। বিষাক্ত পাউডার প্রয়োগের পর আগুয়েরে নিজেও শ্বাসকষ্টে ভুগতে থাকেন এবং মারা যান।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বিষাক্ত পাউডারে অসুস্থ হন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা, পুলিশের দুই সদস্য, হাসপাতালের দুই কর্মী ও শপিং মলের আরও দুই ব্যক্তি। শ্বাসকষ্ট, বমিভাব ও মাথাব্যথার লক্ষণ দেখা দেয় তাদেরও। এ ঘটনায় শপিংমলের দুটি তলা বন্ধ করে দেওয়া হয়।

কলম্বিয়ায় প্রতিহিংসার শিকার হয়ে নারী হত্যার ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে। দেশটিতে পাঁচ কোটি মানুষের বসবাস। সরকারি পরিসংখ্যান অনুসারে, গত বছর নারী হত্যার অন্তত ১০০ ঘটনা রেকর্ড করা হয়েছে। তবে এ ধরনের হত্যাকাণ্ডের ওপর জরিপ করা একটি এনজিও জানিয়েছে, এই সংখ্যা ছয় শতাধিক।

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও