হোম > বিশ্ব > ভারত

ভারতে আবার বাড়ছে করোনা, আক্রান্ত প্রায় ৭ হাজার

কলকাতা প্রতিনিধি  

প্রতীকী ছবি

ভারতজুড়ে আবার মাথাচাড়া দিচ্ছে করোনাভাইরাস সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩২৪ জন। এ নিয়ে বর্তমানে ভারতে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮১৫। এই সময়ে দিল্লি, কেরালা ও ঝাড়খন্ডে মৃত্যু হয়েছে ৩ জনের।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কেরালা ও গুজরাটে সংক্রমণ সবচেয়ে দ্রুত হারে বাড়ছে। কেরালায় বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৩ এবং গুজরাটে ১ হাজার ১০৯। অন্যদিকে দিল্লি, মহারাষ্ট্র ও কর্ণাটকে সংক্রমণ তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও নতুন ভ্যারিয়েন্টের (NB.১.৮.১, LF.৭ বা JN.১) উপস্থিতিতে উদ্বেগ বাড়ছে।

পশ্চিমবঙ্গে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা প্রায় ৭৫০। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত কলকাতায় নতুন করে বড়সড় কোনো সংক্রমণের খবর নেই। তবে বিমানবন্দর, রেলস্টেশনসহ বিভিন্ন জনবহুল এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে মক-ড্রিল সম্পন্ন হয়েছে এবং অক্সিজেনসহ প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত রাখা হয়েছে।

রাজ্য স্বাস্থ্যপ্রধান ডা. অনিন্দ্য বিশ্বাস বলেন, ‘আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি। সতর্কতা মেনে চলা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রয়োজনে কোভিড টেস্ট ও আইসোলেশনের নির্দেশিকা আবার চালু করা হতে পারে।’

করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট অমিক্রন এনবি.১.৮.১, এলএফ.৭ বা জেএন.১-এর সংক্রমণ ক্ষমতা বেশি হলেও অধিকাংশ ক্ষেত্রেই উপসর্গ মৃদু। তবে যাদের কোমরবিডিটি (co-morbidity) রয়েছে বা প্রবীণ, তাদের জন্য এই ভাইরাস ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা।

সরকারি নির্দেশনা—

  • মাস্ক পরা ও হাত ধোয়া বাধ্যতামূলক নয়, তবে পরামর্শ দেওয়া হচ্ছে।
  • কোনো উপসর্গ থাকলে অবিলম্বে টেস্ট ও চিকিৎসার জন্য পরামর্শ নেওয়ার আহ্বান।
  • হাসপাতালগুলোতে কোভিড বেড, অক্সিজেন ও আইসিইউ প্রস্তুত রাখার নির্দেশ।

জনসাধারণের জন্য স্বাস্থ্য পরামর্শ—

  • ভিড় এড়িয়ে চলুন।
  • বাস-ট্রেনে মাস্ক ব্যবহার করুন।
  • যাঁদের ডায়াবেটিস, হাই প্রেশার বা হৃদ্‌রোগ রয়েছে, তাঁরা বিশেষ সতর্ক থাকুন।

কেরালা ও গুজরাটে যেভাবে করোনা আবার মাথাচাড়া দিচ্ছে, তাতে রাজ্যগুলোকে সতর্কতা অবলম্বন করতেই হবে। পশ্চিমবঙ্গে আপাতত বড় কোনো আতঙ্ক নেই, তবে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। কলকাতা শহর থেকেও নজরদারি জোরদার করা হচ্ছে।

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বুনেছেন ট্রাম্প—ইয়েল বিশেষজ্ঞের সতর্কতা

ব্রাজিলে ধসে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ ১১০ ফুট উঁচু রেপ্লিকা

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত