হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফোরদো আগেই খালি করেছে ইরান, প্রমাণ মিলছে স্যাটেলাইট চিত্রে

আজকের পত্রিকা ডেস্ক­

পরমাণু সমৃদ্ধিকরণ কেন্দ্র ফোরদো। ছবি: স্যাটেলাইট

যুক্তরাষ্ট্রের হামলার আগেই ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনা থেকে গুরুত্বপূর্ণ উপাদান সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়েছে ইরান। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এমনটাই বলছেন বিশ্লেষকেরা। পাহাড়ের ভেতরে গড়ে ওঠা এই গোপন ও কড়া নিরাপত্তাবেষ্টিত পরমাণু জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্রের একাধিক প্রবেশপথে মাটি জমে থাকতে দেখা যাচ্ছে, যা হামলার আশঙ্কায় সুরক্ষা জোরদারের ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ জুন তোলা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, অন্তত ১৬টি ডাম্পট্রাক ও মাটি সরানোর ভারী যন্ত্র (আর্থমুভার) প্রবেশপথের কাছে সারিবদ্ধভাবে রাখা। পরদিন, ২০ জুনের ছবিতে দেখা যায়, টানেলগুলোর প্রবেশপথের কিছু অংশ মাটি দিয়ে আচ্ছাদিত এবং ডাম্পট্রাকগুলো সেগুলোর দিকে চলছে। পাশেই আর্থমুভার যন্ত্র দিয়ে মাটি তোলা হচ্ছে।

ফোরদো পারমাণবিক স্থাপনাটি একটি পর্বতের অভ্যন্তরে, যা স্বাভাবিক বোমা হামলা থেকে সুরক্ষার জন্যই অনেক গভীরে নির্মিত। মূল চেম্বারগুলো মাটির অন্তত ৮০ থেকে ৯০ মিটার (প্রায় ২৬০ থেকে ৩০০ ফুট) নিচে অবস্থিত বলে ধারণা করা হয়।

বিশ্লেষক ও ইসরায়েলি কর্মকর্তাদের মতে, এ ধরনের স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রেরই আছে। যুক্তরাষ্ট্রের ভান্ডারে থাকা বাংকার বাস্টার বোমাই কেবল এত গভীরে হামলা চালাতে পারে।

গত ১৩ জুন ইসরায়েলের ইরানে হামলা শুরুর পর থেকেই আন্তর্জাতিক মহলের মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিল ফোরদো পারমাণবিক কেন্দ্র। ইরানের অন্যতম এই পারমাণবিক কেন্দ্রকে ধ্বংস করতে শুরু থেকেই মরিয়া নেতানিয়াহু। একাধিকবার যুক্তরাষ্ট্রকে এখানে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রও হামলা চালাতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প এমন ইঙ্গিত দিচ্ছিল কয়েক দিন ধরেই। তাই, সর্বোচ্চ সতর্কতাস্বরূপ আগেই ফোরদো খালি করা হয়েছে বলে মনে করছেন অনেকে।

ইরানের ফোরদো পারমাণবিক কেন্দ্র। ছবি: স্যাটেলাইট

অবশ্য আজ রোববার ফোরদো, নাতান্‌জ ও ইস্পাহানে হামলার পর ইরানি কর্মকর্তারা বলেছেন, বিশেষ করে ফোরদো আগেই খালি করা হয়েছে। আর মার্কিন বোমায় কোনো অপূরণীয় ক্ষতিও হয়নি। এই ক্ষয়ক্ষতি দ্রুতই মিটিয়ে নিতে পারবে ইরান।

গতকাল শনিবার দুই মার্কিন থিংক ট্যাংকও জানিয়েছিল, তাদের মূল্যায়ন বলছে, ইরান ফোরদো থেকে গুরুত্বপূর্ণ উপাদান সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়েছে।

আরও খবর পড়ুন:

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২