বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সমর্থনে সত্যাগ্রহ করতে গিয়ে জেল খেটেছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে এসে ঢাকায় তিনি এমনটাই দাবি করেছিলেন।
কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মোদির সত্যাগ্রহে অংশ নিলেও জেল খাটার কথা ভারতে অনেকেই বিশ্বাস করতে রাজি নন। সন্দেহ দূর করতে ভারতের তথ্য অধিকার আইনকে হাতিয়ার করে এবার প্রশ্ন তুলেছেন উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজের (সাবেক এলাহাবাদ) আইনজীবী কৃষ্ণমোহন পান্ডে।
প্রধানমন্ত্রীর দপ্তরের (পিএমও) জনসংযোগ কর্মকর্তার কাছে বাংলাদেশে সরকারি সফরে মোদির বক্তব্য উদ্ধৃত করে ভারতের তথ্য অধিকার আইন ২০০৫–কে হাতিয়ার করে তিনটি প্রশ্ন করেছেন ওই আইনজীবী।
তাঁর প্রথম প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চলাকালে সত্যাগ্রহ করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি কোন ধারায় গ্রেপ্তার হয়েছিলেন? এফআইআরের কপিও চান তিনি।
দ্বিতীয়, প্রধানমন্ত্রী মোদিকে গ্রেপ্তার করে ভারতের কোন জেলে রাখা হয়েছিল?
এবং তিন) সত্যাগ্রহ চলাকালে কতোদিন জেলে ছিলেন মোদি?
পান্ডের এই প্রশ্নের জবাবে পিএমও কী বলে এখন সেটাই দেখার অপেক্ষা।