হোম > বিশ্ব

মেক্সিকোয় গির্জার ছাদ ধসে ৭ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা ২০

মেক্সিকোতে একটি গির্জার ছাদ ধসে ৭ জন নিহত হয়েছে। এই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও ২০ জন আটকা পড়ে আছে। আজ রোববার দেশটির তামাউলিপাস প্রদেশে এ ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় সেখানে ব্যাপ্টিজম অনুষ্ঠান চলছিল। পুলিশের তথ্যমতে, তখন সেখানে উপস্থিত ছিলেন প্রায় ১০০ জন। সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজ গির্জার ছাদ ধসে পড়ার পরে ৪৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আটকে পড়াদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং তাদের উদ্ধারে তৎপরতা চলছে।

সামাজিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে দেখা গেছে, আশপাশের লোকজন ধ্বংসস্তূপের চারপাশে ভিড় করে ভেতরে আটকা পড়া মানুষদের উদ্ধারে মরিয়া হয়ে কাজ করছে। ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করতে তারা বেলচা ও কুঠার নিয়ে হাজির হয়েছে। রোববার বিকেলের এই ধসের পরে জরুরি পরিষেবার দলগুলোও ঘটনাস্থলে হাজির হয়।

ঘটনাস্থলে জড়ো হওয়া মানুষকে নীরব থাকার অনুরোধ জানানো হয়েছে যাতে ভেতরে আটকে পড়াদের কেউ সাহায্যের জন্য ডাকছে কি না তা শোনা সম্ভব হয়।

ট্যাম্পিকোর ডায়োসিসের বিশপ হোসে আরমান্দো আলভারেজ ক্যানো সামাজিক প্ল্যাটফর্মে বলেছেন, ‘ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা লোকদের খুঁজে বের করার কাজ চলছে।’ তিনি বলেন, এটি বেশ ‘কঠিন সময়’। এ ছাড়া ভিডিও বার্তার শেষে তিনি বলেন, ‘প্রভু আপনাদের সাহায্য করুন।’

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

কাবুলে চীনা রেস্তোরাঁয় বোমা হামলার দায় স্বীকার আইএসের

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন