হোম > বিশ্ব

মেক্সিকোয় গির্জার ছাদ ধসে ৭ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা ২০

মেক্সিকোতে একটি গির্জার ছাদ ধসে ৭ জন নিহত হয়েছে। এই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও ২০ জন আটকা পড়ে আছে। আজ রোববার দেশটির তামাউলিপাস প্রদেশে এ ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় সেখানে ব্যাপ্টিজম অনুষ্ঠান চলছিল। পুলিশের তথ্যমতে, তখন সেখানে উপস্থিত ছিলেন প্রায় ১০০ জন। সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজ গির্জার ছাদ ধসে পড়ার পরে ৪৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আটকে পড়াদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং তাদের উদ্ধারে তৎপরতা চলছে।

সামাজিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে দেখা গেছে, আশপাশের লোকজন ধ্বংসস্তূপের চারপাশে ভিড় করে ভেতরে আটকা পড়া মানুষদের উদ্ধারে মরিয়া হয়ে কাজ করছে। ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করতে তারা বেলচা ও কুঠার নিয়ে হাজির হয়েছে। রোববার বিকেলের এই ধসের পরে জরুরি পরিষেবার দলগুলোও ঘটনাস্থলে হাজির হয়।

ঘটনাস্থলে জড়ো হওয়া মানুষকে নীরব থাকার অনুরোধ জানানো হয়েছে যাতে ভেতরে আটকে পড়াদের কেউ সাহায্যের জন্য ডাকছে কি না তা শোনা সম্ভব হয়।

ট্যাম্পিকোর ডায়োসিসের বিশপ হোসে আরমান্দো আলভারেজ ক্যানো সামাজিক প্ল্যাটফর্মে বলেছেন, ‘ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা লোকদের খুঁজে বের করার কাজ চলছে।’ তিনি বলেন, এটি বেশ ‘কঠিন সময়’। এ ছাড়া ভিডিও বার্তার শেষে তিনি বলেন, ‘প্রভু আপনাদের সাহায্য করুন।’

ইরানে আরও বাড়ছে পীড়ন, ইন্টারনেট বন্ধ

নিউইয়র্কের বন্দিশালায় মাদুরো: শিগগির বিচার শুরু হবে

‘দ্য প্রিন্স’ খ্যাত মাদুরোপুত্রের বিরুদ্ধে গোপন মাদক সাম্রাজ্য চালানোর অভিযোগ

ভেনেজুয়েলা এখন কে চালাচ্ছে—স্পষ্ট করলেন না রুবিও

ভেনেজুয়েলায় ভিয়েতনামের পরিণতি হতে পারে যুক্তরাষ্ট্রের—বিশেষজ্ঞ মত

১ মার্কিন ডলার সমান ১৪ লাখ ইরানি রিয়াল!

ভেনেজুয়েলার তেল বেচে লাভের ভাগ নেবে যুক্তরাষ্ট্র, আছে পুরোনো হিসাব

ভেনেজুয়েলায় ঢুকে মাদুরোকে অপহরণ: মার্কিন আইনপ্রণেতাদের তোপের মুখে ট্রাম্প

ফিলিস্তিনে জাতিগত নিধনের লক্ষ্যেই ‘খুনি’ সেটলারদের সহায়তা নেতানিয়াহু সরকারের: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

লাতিনে উত্তেজনার মধ্যে সিরিয়ায় যুক্তরাজ্য-ফ্রান্সের বিমান হামলা