হোম > বিশ্ব

ফুটবলারকে জীবন্ত খেয়ে ফেলল কুমির

শীতল হওয়ার জন্য নদীতে ডুব দিয়েছিলেন এক ফুটবলার। কিন্তু বিশাল আকারের এক কুমির টেনে নিয়ে যায় তাঁকে। শুধু তাই নয়, কুমিরটি ওই ফুটবলারকে একেবারে গিলে ফেলে।

মর্মান্তিক একটি ভিডিওচিত্রে দেখা গেছে, ওই কুমিরটি ফুটবলারকে চোয়ালের মধ্যে নিয়ে সাঁতার কাটছে।

অন্য একটি ক্লিপে দেখা গেছে, স্থানীয়রা কুমিরটিকে গুলি করে হত্যা করে ফুটবলারের মরদেহটি উদ্ধার করেছে।

মঙ্গলবার দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ বছর বয়সী হতভাগ্য ওই ফুটবলারের নাম যিশু আলবার্তো লোপেজ অরটিজ। ডাকনাম চুচো।

কোস্টারিকার গুয়ানাকাস্ট প্রদেশের রিও কানাস নদীতে একটু শীতল হওয়ার জন্য নেমেছিলেন চুচু। পরে তাঁকে টেনে নিয়ে গেলে স্থানীয়রা কুমিরটিকে ধাওয়া করে।

নিহত চুচুর আট ও তিন বছর বয়সী দুটি সন্তান রয়েছে। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ বহন করতে সাধারণ মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেছেন পরিবারের সদস্যরা। তাঁর ক্লাবের ম্যানেজার লুইস কার্লোস মন্টেসও পরিবারটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কাজ করছেন।

কোস্টারিকার পরিবেশ ও শক্তি মন্ত্রণালয় কুমিরের মতো সুরক্ষিত প্রাণী শিকার বা হত্যা নিষিদ্ধ করেছে। তবে সর্বশেষ ঘটনায় এখনো স্থানীয়দের ওপর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প