হোম > বিশ্ব

গাজা যুদ্ধের সংবাদ ও ছবি প্রকাশ করে পুলিৎজার জিতল নিউ ইয়র্ক টাইমস ও রয়টার্স 

এবারে সাংবাদিকতার নোবেল খ্যাত পুলিৎজার পুরস্কার অনুষ্ঠানে গাজার যুদ্ধ বিশেষভাবে প্রদর্শিত হয়েছে। যেখানে ইসরায়েল-হামাস সংঘাত প্রকাশ করা সাংবাদিকদের জন্য বিশেষ কিছু বিষয় অন্তর্ভুক্ত ছিল। যুদ্ধের প্রতিবেদন ও ছবি তুলে পুলিৎজার পুরস্কার জিতেছে নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স। এনডিটিভির প্রতিবেদনে এমনটা উল্লেখ করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের প্রাণঘাতী হামলার বিস্তৃত ও ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যাপক, মারাত্মক প্রতিক্রিয়াসংক্রান্ত প্রতিবেদন করে পুলিৎজার জিতেছে নিউ ইয়র্ক টাইমস। 

অন্যদিকে, ‘ব্রেকিং নিউজ ফটোগ্রাফি’ বিভাগে পুরস্কার পেয়েছে গাজা যুদ্ধ নিয়ে রয়টার্সের বেশ কয়েকটি ছবি। ছবিগুলোর মধ্যে একটি তোলা আলোকচিত্রী মোহাম্মদ সালেমের। ছবিতে দেখা যায়, গাজায় নিহত পাঁচ বছরের এক শিশুর মরদেহ জড়িয়ে ধরে আছেন এক ফিলিস্তিনি নারী। 

পুলিৎজার কমিটি বলেছে, ‘এই যুদ্ধ কবি-সাহিত্যিকদেরও প্রাণ নিয়েছে। পুলিৎজার পুরস্কার যেমন সাংবাদিকতা, শিল্পকলা এবং চিঠির বিভাগগুলোকে সম্মানিত করে, আমরা মানুষের অভিজ্ঞতার অমূল্য রেকর্ডের ক্ষতিকে চিহ্নিত করি।’

যখন পুরস্কার দেওয়া হচ্ছিল, তখন নিউ ইয়র্ক কলেজে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের সরিয়ে দিতে কাজ করছিল পুলিশ। ঘটনাস্থল থেকে মিডিয়াকে ব্যাপকভাবে অবরুদ্ধ করে এবং ঘটনা কভার করা ছাত্র-সাংবাদিকদের গ্রেপ্তারের হুমকি দেয়। 

কলম্বিয়ার দুই ছাত্র একটি নিবন্ধে ‘দমন’-এর রূপরেখা তুলে ধরেছেন, যার মধ্যে পুলিশের কাছ থেকে গ্রেপ্তারের হুমকি এবং ভিডিও ও ছবি হস্তান্তর করার জন্য বিশ্ববিদ্যালয় থেকে চাপ দেওয়া হয়েছে। 

অন্যান্য পুরস্কার অভিবাসী শিশু শ্রম, আইনি ব্যবস্থায় জাতিগত বৈষম্য এবং বন্দুক সহিংসতার বিষয়ে মার্কিন সাংবাদিকদের প্রতিবেদনকে সম্মানিত করেছে।

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি