হোম > বিশ্ব

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

ঢাকা : করোনাভাইরাস মহামারিতে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ হাজার ৬৭১ জন। একই দিনে নতুন সংক্রমনের সংখ্যা ৩ লাখ ২২৫ জন। বিশ্বজুড়ে করোনায় শনাক্ত ও মৃতের সংখ্যা হ্রাস পেয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে আজ মঙ্গলবার এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ১৭ কোটি ৭০ লাখ ৩০ হাজার ৬৮৭ জন। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ২৭ হাজার ৭৩৭ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ১২ লাখ ১২ হাজার ৫২১ জন।

বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ১ কোটি ১৯ লাখ ৯০ হাজার ৪২৯ । এদের মধ্যে এই রোগের মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ১৯ লাখ ৫ হাজার ৮৬৬ জন এবং গুরুতর অবস্থায় আছেন ৮৪ হাজার ৫৬৩ জন, যা মোট শনাক্তের দশমিক ৭ শতাংশ।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃতের হিসাবে শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ২৩৯ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৫ হাজার ২৩২ জন মারা গেছেন। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত ২ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৩৫ জন, মৃত্যু ৩ লাখ ৭৭ হাজার ৬১ জন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৮ হাজার ৪০৪ জনের।

ইরানের ফারদিসে বৃহস্পতিবার রাতে ব্যাপক সহিংসতা হয়, মাটিতে পড়ে ছিলেন ৮-১০ জন

বিক্ষোভের মুখে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করার কথা স্বীকার করল ইরান সরকার

শুক্রবার রাতেও তেহরানের রাজপথ দখলে নিল বিক্ষোভকারীরা, সংঘর্ষ চলছে

ইরানে বিক্ষোভে অন্তত ৪৮ জন নিহত, দাবি এইচআরএএনএর

দমনপীড়নের মধ্যেও তেহরানের রাস্তায় ফের বিক্ষোভ, প্রত্যক্ষদর্শীর বর্ণনা

যোগযোগ বিচ্ছিন্ন ইরান থেকে যেসব খবর আসছে

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

ইরানে বিক্ষোভ দমনে সহিংসতার ঘটনায় উদ্বেগ জাতিসংঘের মানবাধিকারপ্রধানের

তেহরানে সাতটি নিথর দেহ পড়ে থাকার ভিডিও ভাইরাল, ফ্যাক্টনামেহ বলছে ফুটেজগুলো সাম্প্রতিক