হোম > বিশ্ব

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

ঢাকা : করোনাভাইরাস মহামারিতে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ হাজার ৬৭১ জন। একই দিনে নতুন সংক্রমনের সংখ্যা ৩ লাখ ২২৫ জন। বিশ্বজুড়ে করোনায় শনাক্ত ও মৃতের সংখ্যা হ্রাস পেয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে আজ মঙ্গলবার এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ১৭ কোটি ৭০ লাখ ৩০ হাজার ৬৮৭ জন। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ২৭ হাজার ৭৩৭ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ১২ লাখ ১২ হাজার ৫২১ জন।

বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ১ কোটি ১৯ লাখ ৯০ হাজার ৪২৯ । এদের মধ্যে এই রোগের মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ১৯ লাখ ৫ হাজার ৮৬৬ জন এবং গুরুতর অবস্থায় আছেন ৮৪ হাজার ৫৬৩ জন, যা মোট শনাক্তের দশমিক ৭ শতাংশ।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃতের হিসাবে শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ২৩৯ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৫ হাজার ২৩২ জন মারা গেছেন। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত ২ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৩৫ জন, মৃত্যু ৩ লাখ ৭৭ হাজার ৬১ জন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৮ হাজার ৪০৪ জনের।

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

ট্রাম্পের যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের চেয়ে ‘গায়ের জোর’কেই প্রাধান্য দিচ্ছে: গুতেরেস

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

ভারত–পাকিস্তানসহ ট্রাম্পের ‘শান্তি পরিষদে’ ডাক পেল যেসব দেশ