হোম > বিশ্ব

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ কোটি ছাড়াল

করোনার বৈশ্বিক মহামারি শুরু হওয়ার দুই বছর পর এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ কোটি ছাড়িয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে করোনা সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছে।

বাংলাদেশ সময় গতকাল শুক্রবার রাত ১০টা পর্যন্ত বিশ্বে ৩০ কোটি ৪২ হাজার ৪৩৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়। ২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। 

সম্প্রতি ওমিক্রন ধরনের কারণে বিশ্বজুড়ে বাড়ছে করোনা রোগী। এই ধরন প্রথমে আফ্রিকার দেশ বতসোয়ানা ও দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। 

এই ধরনে বিভিন্ন দেশে রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত হচ্ছে। গত সপ্তাহে পুরো বিশ্বে ১ কোটি ৩৫ লাখ করোনা রোগী শনাক্ত করা হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ৬৪ শতাংশ বেশি।

এএফপি বলছে, বিশ্বের প্রায় ৩৪টি দেশে গত এক সপ্তাহে রেকর্ড করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৮টি দেশ ইউরোপের, ছয়টি ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের। এ ছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

তবে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও বিশ্বজুড়ে মৃত্যু কমেছে। গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছে ৬ হাজার ১৭২ জন, যা গত সপ্তাহের চেয়ে ৩ শতাংশ কম।

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছে