হোম > বিশ্ব > ভারত

মমতার সঙ্গে ভারতে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক সোমবার

কলকাতা সংবাদদাতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ছবি: সংগৃহীত

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ খুব শিগগির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। আগামী সোমবার বিকেল চারটার সময় পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে এই ‘সৌজন্য সাক্ষাৎ’ হতে পারে।

তবে এই সৌজন্যের আড়ালে থাকতে পারে কূটনৈতিক অস্বস্তির আবহ। মূলত, সম্প্রতি বাংলাদেশের সিরাজগঞ্জে শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক রবীন্দ্র কাছারিবাড়িতে হামলার ঘটনা আলোচনার কেন্দ্রে উঠে আসে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

ঢাকার অন্তর্বর্তী সরকার স্পষ্টভাবে জানিয়েছে, এটি আইনশৃঙ্খলাজনিত সমস্যা এবং ঘটনাটিকে ‘পরিকল্পিত ইসলামপন্থী আক্রমণ’ বা ‘সন্ত্রাসবাদী হামলা’ হিসেবে ব্যাখ্যা করা ভুল হবে।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, স্থানীয় বিরোধ থেকেই এই হামলা হয়েছে। তবুও, বাংলাদেশ সরকার এই হামলাকে ‘ঐতিহ্যের ওপর আঘাত’ হিসেবে দেখছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলে হাইকমিশনার মুখ্যমন্ত্রীর সামনে তথ্য তুলে ধরতে পারেন বলে মনে করা হচ্ছে।

দীর্ঘ নয় বছর পর কোনো বাংলাদেশি হাইকমিশনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পাচ্ছেন। নবান্ন সূত্র জানা গেছে, এর আগে দুই বাংলাদেশি হাইকমিশনার মুহাম্মদ ইমরান ও মোস্তাফিজুর রহমান সাক্ষাৎ চাইলেও তা সম্ভব হয়নি। সেই প্রেক্ষিতে এই বৈঠককে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

রবীন্দ্র কাছারিবাড়ি ইস্যুর পাশাপাশি সীমান্ত সমস্যা, বিএসএফ ও বিজিবির ভূমিকা, ফেরত পাঠানো বাংলাদেশি নাগরিকদের মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে খবর। এ ছাড়া, তিস্তা পানিবণ্টন ইস্যু, সীমান্ত বাণিজ্য এবং স্বাস্থ্য ও কৃষি সংক্রান্ত দ্বিপক্ষীয় সমস্যা নিয়েও আলোচনা হতে পারে।

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের