হোম > বিশ্ব

নববর্ষে বুর্জ খলিফায় আতশবাজি দেখতে টাকা লাগবে

ইংরেজি নববর্ষের আগের দিন বুর্জ খলিফায় চোখ ধাঁধানো আতশবাজি দেখতে ভিড় করেন হাজার হাজার। এমনকি শুধু এই আতশবাজি দেখতেই অনেকে বিশ্বের নানা প্রান্ত থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভ্রমণ করেন। 

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এতদিন সবাই এই আতশবাজি বুর্জ পার্কে গিয়ে বিনা মূল্যেই উপভোগ করতে পারতেন। কিন্তু এখন আর ফ্রি থাকছে না। পর্যটকেরা তো বটেই, স্থানীয়দেরও এখন নিউ ইয়ার্স ইভের আতশবাজি দেখতে টিকিট কেটে ঢুকতে হবে। 

বিশ্বের উচ্চতম এ ভবনে ইংরেজি নববর্ষের আগের দিনের আতশবাজির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকে ইমার প্রোপার্টিজ নামে একটি প্রতিষ্ঠান। সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইমারের নববর্ষের আগের দিনের উদ্‌যাপন সবার জন্য বিনা মূল্যে উপভোগের সুযোগ রয়েছে, তবে বুর্জ পার্কে বুর্জ খলিফার বিশ্ব–বিখ্যাত শো–এর সামনের সারির আসনে বসে অনন্য অভিজ্ঞতা পেতে হলে টিকিট কাটতে হবে।

প্রাপ্তবয়স্কদের টিকিটের দাম ধরা হয়েছে ৩০০ দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার টাকার কিছু বেশি, ৫ থেকে ১২ বছর বয়সীদের প্রবেশমূল্য ১৫০ দিরহাম বা সাড়ে ৪ হাজার টাকা। তবে পাঁচ বছরের কম বয়সী শিশুরা বিনা মূল্যেই পার্কে প্রবেশ করতে পারবে। 

আগামী ১০ নভেম্বর থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান প্ল্যাটিনামলিস্টের ওয়েবসাইট থেকে টিকিট বিক্রি শুরু হবে। টিকিটধারীরা ২৬–৩০ ডিসেম্বরের মধ্যে দৈনিক বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দুবাই মল, দুবাই হিলস মল এবং দুবাই ম্যারিনা মল থেকে ব্যাজ সংগ্রহ করতে পারবেন। বুর্জ পার্কে প্রবেশ এবং নির্দিষ্ট স্থান থেকে আতশবাজি দেখার জন্য অবশ্যই ব্যাজ সংগ্রহ করতে হবে। 

টিকিটের সঙ্গে যা থাকছে
প্রতিটি টিকিটের বিপরীতে নির্ধারিত খাবারের স্টল থেকে একটি খাবার এবং দুটি পানীয় থাকছে। এ ছাড়া পার্কে বিভিন্ন ধরনের খাবারের ট্রাক, স্টল, লাইভ পারফরম্যান্স এবং অন্যান্য সুবিধা থাকবে। বুর্জ পার্কের দরজা খুলবে বিকেল ৪টায়। 

সারা বিশ্বে লাখ লাখ মানুষ নির্দিষ্ট স্থানে গিয়ে এবং টেলিভিশনে নববর্ষ উদ্‌যাপন দেখে। মধ্যরাতের আতশবাজি ও শো উপভোগ করার জন্য ৩১ ডিসেম্বর বিকেল থেকেই হাজার হাজার মানুষ বুর্জ পার্কে প্রবেশ করতে শুরু করে।

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

মেক্সিকোতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জনের মৃত্যু, আহত শতাধিক