হোম > বিশ্ব

এখন হার্ভার্ডে পড়বেন ও পড়াবেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা 

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দিচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। সেখানে নেতৃত্ব, সুশাসন ও অনলাইন চরমপন্থা নিয়ে পড়াশোনার পাশাপাশি এসব বিষয়ে বক্তব্য দেবেন তিনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কেনেডি স্কুলে ‘দ্য অ্যাঞ্জেলোপোলোস গ্লোবাল পাবলিক লিডারস’ ফেলো হিসেবে একটি কোর্সে শিক্ষকের দায়িত্ব পালন করবেন জেসিন্ডা। 

নিউজিল্যান্ডের সাবেক এই প্রধানমন্ত্রী এক ইনস্টাগ্রাম পোস্টে নিজের নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করেছেন। ইনস্টাগ্রাম পোস্টে জেসিন্ডা লিখেছেন, হার্ভার্ডের কেনেডি স্কুলের সেন্টার ফর পাবলিক লিডারশিপ এবং ল স্কুলের বার্কম্যান ক্লেইন সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির যৌথ ফেলোশিপের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে গিয়ে নিজেকে অত্যন্ত সম্মানিত মনে করছেন। ল স্কুলে অনলাইন চরমপন্থা আর কেনেডি স্কুলে নেতৃত্ব ও সুশাসনের বিষয়ে দক্ষতা গড়ে তোলার ওপর অধ্যয়নে জোর দেবেন বলে জানান তিনি।

জেসিন্ডা আরডার্নের হার্ভার্ড ফেলোশিপ দুটি আসছে শরতে শুরু হবে। ফলে অক্টোবরে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের সময় সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদেশে থাকতে হবে। এ বিষয়ে জেসিন্ডা বলেন, ‘আমি একটি সেমিস্টারের জন্য বিদেশে চলে যাব। ফেলোশিপ শেষ করেই ফিরে আসব। কারণ, দিন শেষে আমি নিউজিল্যান্ডেরই বাসিন্দা।’ 

চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন জেসিন্ডা আরডার্ন। সে সময় পরবর্তী নির্বাচনে তিনি অংশ নেবেন না বলেও জানিয়েছিলেন।

পদত্যাগের ঘোষণা দিয়ে জেসিন্ডা আরডার্ন সাংবাদিকদের বলেন, ‘আমি ভেবেছিলাম, দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য আমার যা যা প্রয়োজন, তা আমি পাব। কিন্তু দুর্ভাগ্যবশত আমি তা পাইনি। আমার প্রধানমন্ত্রিত্বের কয়েকটি বছর খুব চ্যালেঞ্জিং ছিল।’

২০১৭ সালে মাত্র ৩৭ বছর বয়সে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নিউজিল্যান্ডের সরকারপ্রধান হয়েছিলেন জেসিন্ডা। এরপর ২০২০ সালের নির্বাচনে ন্যাশনাল পার্টির প্রধান কলিন্সকে হারিয়ে আবার প্রধানমন্ত্রী হন লেবার পার্টির নেতা জেসিন্ডা আরডার্ন। সেটি ছিল নিউজিল্যান্ডের ৫৩তম পার্লামেন্ট নির্বাচন। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর করোনা মহামারি, ক্রাইস্টচার্চ মসজিদে হামলা ও হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো বড় বড় ঘটনা সামাল দিতে হয়েছে তাঁকে।

প্রেসিডেন্ট মাখোঁর স্ত্রীকে সাইবার বুলিংয়ের দায়ে ১০ জন দোষী সাব্যস্ত

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের হামলা মানে ন্যাটোর মৃত্যু, হুঁশিয়ারি ডেনমার্কের

ভেনেজুয়েলায় ট্রাম্পের পদক্ষেপ মানবতার পথে বড় অগ্রগতি: মাচাদো

ভেনেজুয়েলায় অরক্ষিত হয়ে পড়েছে চীনা প্রযুক্তিগত অবকাঠামো

বাফার জোন পেরিয়ে সিরিয়ায় ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী

ভেনেজুয়েলার পর কি এবার ইরানকে ‘মহান’ করে তুলতে চান ট্রাম্প

শুল্ক থেকে ৬০০ বিলিয়ন ডলারের বেশি পেতে যাচ্ছি, এখন আমরা অনেক বেশি সম্মানিত: ট্রাম্প

মাদুরোর পতন: জুয়ার মার্কেটে রহস্যময় বাজি, এক রাতে কোটিপতি জুয়াড়ি কি ট্রাম্পঘনিষ্ঠ কেউ

‘ঠিকঠাক’ করার নামে অন্তত ১৮ মাস ভেনেজুয়েলা নিয়ন্ত্রণ করতে চান ট্রাম্প

ইরানে বিক্ষোভে প্রাণহানি বেড়ে ৩৫, গ্রেপ্তার ১২ শতাধিক