হোম > বিশ্ব > ভারত

কুম্ভমেলায় যাওয়ার পথে বাসচাপায় ১০ ভক্ত নিহত

কুম্ভমেলায় যাওয়ার পথে বাসের চাপায় ভক্তদের বহনকারী বাস দুমড়ে মুচড়ে যায়। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার সময় ১০ জন ভক্ত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

প্রয়াগরাজ–মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায় একটি বোলেরো গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষে আরও ১৯ জন আহত হন।

এই ভক্তরা ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করার উদ্দেশ্যে তারা কম্ভমেলায় আসছিলেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছে। তিনি দ্রুত চিকিৎসা ও অন্যান্য সহায়তা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।

গত সপ্তাহের শুরুতে মহাকুম্ভ থেকে ফেরার পথে অন্ধ্র প্রদেশের সাতজন তীর্থযাত্রী মারা গেছেন এবং আরও দুজন আহত হয়েছেন। মধ্যপ্রদেশের জবলপুর জেলায় ভক্তদের বহনকারী মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাগুলোর মধ্যে একটি ঘটে গত ২৯ জানুয়ারি। এদিন মহা কুম্ভমেলায় ভোরের আগে পদদলিত হয়ে ৩০ জন নিহত হন। এতে আরও ৬০ জন আহত হন।

পদদলিত হওয়ার এ ঘটনা ঘটে প্রয়াগরাজের সংযোগস্থল এলাকায় (সঙ্গম), যেখানে বহু তীর্থযাত্রী মৌনী অমাবস্যার পবিত্র স্নানের জন্য হুড়োহুড়ি শুরু করেন। অনেক মানুষ ব্যারিকেড ভেঙে ফেলতে শুরু করলে এ দুর্ঘটনা ঘটে।

মহা কুম্ভমেলা শুরু হয়েছে গত ১৩ জানুয়ারি এবং শেষ হবে ২৬ ফেব্রুয়ারি।

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

তিন বাহিনীর প্রধান হয়েই পাকিস্তানকে ‘অনন্য উচ্চতায়’ পৌঁছানোর ঘোষণা আসিম মুনিরের

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের তিন বাহিনীর প্রথম প্রধান