হোম > বিশ্ব

কানাডার বিমানবন্দরে পাকিস্তানি বিমানবালা গ্রেপ্তার

কানাডার টরোন্টো বিমানবন্দরে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) এক বিমানবালা বা এয়ার হোস্টেসকে গ্রেপ্তার করা হয়েছে। হিনা সানি নামে ওই এয়ার হোস্টেসের কাছে এমন একজনের পাসপোর্ট ছিল, যা তাঁর কাছে থাকার কথা নয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে অন্যের পাসপোর্ট বহন করা অবৈধ। 

পাকিস্তানি সংবাদমাধ্যম সামা নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের লাহোর থেকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের ফ্লাইট পিকে-৭৮৯-এ করে হিনা সানি টরোন্টো গিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে এবারই অভিযোগ প্রথম নয়, এর আগেও তাঁকে এমন কর্মকাণ্ডের জন্য সতর্ক করা হয়েছিল। 

হিনা সানি পাকিস্তানের একজন জনপ্রিয় গায়কের আত্মীয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেকে মডেল বলেও দাবি করেন। তাঁর আটক কানাডায় পাকিস্তান এয়ারলাইনসের ক্রুদের এ ধরনের কর্মকাণ্ড নিয়ে আরও বেশি শোরগোল তুলেছে। এ ছাড়া আরও কয়েকজন এয়ার হোস্টেসের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলে তাঁদের টরোন্টো ফ্লাইট নিষিদ্ধ করেছে পিআইএ। 
 
পিআইএর একটি সূত্র আরও জানিয়েছে, হিনা সানি প্রতিষ্ঠানটির ফ্লাইট সার্ভিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের কাছ থেকে নিজের আইডি দেখিয়ে টরোন্টো ফ্লাইটের অনুমতি নিয়েছিলেন। এ বিষয়টি আরও বেশি প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ, ধারণা করা হচ্ছে, এ ধরনের বিষয়ের সঙ্গে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারও জড়িত

হিনা সানির গ্রেপ্তারের বিষয়টির আলোকে কানাডা কর্তৃপক্ষ আরও দুই এয়ার হোস্টেসকে জিজ্ঞাসাবাদ করেছে। পরে অবশ্য তাদের নিজ হোটেলে যাওয়ার অনুমতি দেওয়া হয়। 

এ ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পাকিস্তান এয়ারলাইনসের মুখপাত্র আবদুল্লাহ খান জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে অবগত। তাঁরা কানাডার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছেন। তিনি আরও জানিয়েছেন, কানাডা কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার মাধ্যমে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত অন্তত ১৫, আহত ১৯

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রতাহারের দাবি সোমালিয়ার

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন