হোম > বিশ্ব

জি-৭ : দরিদ্র দেশগুলোকে ১০০ কোটি ডোজ টিকা দেওয়ার অঙ্গীকার

ঢাকা: জি-৭ সামিটের শেষ দিনে করোনা মোকাবিলায় বিশ্বের দরিদ্র দেশগুলোকে ১০০ কোটি ডোজ টিকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের কর্নওয়ালে অনুষ্ঠিত জি-৭ সামিট সম্মেলনে ধনী দেশগুলোর নেতারা বলেন, বিশ্বব্যাপী টিকা উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও চিকিৎসার বিকাশ ঘটাতে কাজ করবে জি-৭। খবর বিবিসির। 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, পুরো বিশ্বকে টিকার আওতায় আনার বড় একটি পদক্ষেপ এটি। পুরো বিশ্বকে টিকার আওতায় আনার মাধ্যমে জি-৭ দেশগুলোর গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটবে। 

বরিস জনসন বলেন, ১০০ কোটি ডোজ টিকা দরিদ্র দেশগুলোকে সরাসরি অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কার্যক্রমের মাধ্যমে দেওয়া হবে। আমরা যত দ্রুত সম্ভব টিকা তৈরি করবো এবং দ্রুততার সঙ্গে এটি বিতরণ করবো। 

সম্মেলনে আগত সকল দেশকে টিকা কার্যক্রমে অংশ নেওয়ায় ধন্যবাদ জানিয়ে বরিস জনসন বলেন, আগামী বছরের শেষ দিকে বিশ্বের দরিদ্র দেশগুলোকে টিকা দেওয়ার কার্যক্রম শেষ হবে। 

জি-৭ সামিটে টিকা ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে আলোচনা হয়। জি-৭ সামিটের শেষ দিনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তায় অর্থায়ন বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। প্রতিবছর ১শ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা আসে। 

২০২৬ সালের মধ্যে বিশ্বের চার কোটি মেয়ে শিশুকে স্কুলমুখী করার আশাবাদ ব্যক্ত করা হয়। উইঘুর সম্প্রদায়কে নির্যাতনের বিষয় উল্লেখ করে চীনকে মানবাধিকার রক্ষার আহ্বান জানানো হয়। 

উল্লেখ্য, ১১ জুন থেকে ১৩ পর্যন্ত চলে এবারের জি-৭ সম্মেলন। 

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিস্টান সম্প্রদায়

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন