হোম > বিশ্ব

কিউবার কোভিড টিকা ৯২% কার্যকর

ঢাকা: উত্তর আমেরিকার দেশ কিউবার উদ্ভাবিত তিন ডোজের টিকা ‘আবদালা’ করোনাভাইরাসের বিরুদ্ধে ৯২ শতাংশের বেশি কার্যকর। টিকাটির  চূড়ান্ত ধাপের ট্রায়ালে এটি করোনার সংক্রমণ ঠেকাতে ৯২ দশমিক ২৮ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে। গত সোমবার দেশটির সরকার এ তথ্য প্রকাশ করেছে।

এর আগে কিউবা সরকার জানিয়েছিল, ফিনলে ইনস্টিটিউটের তৈরি দুই ডোজের সবেরানা-২ টিকাটি করোনার বিরুদ্ধে ৬২ শতাংশ কার্যকর।

টুইট বার্তায় দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল লিখেছেন, ‘মহামারিতে আক্রান্ত ফিনলে ইনস্টিটিউট ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি কেন্দ্রে আমাদের বিজ্ঞানীরা সব বাধা অতিক্রম করে আমাদের দুটি কার্যকর করোনা টিকা দিয়েছেন।’

আশা করা হচ্ছে, খুব শিগগির এই টিকা দুটির জরুরি ব্যবহারের অনুমোদন দেবে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েক দশক ধরে বিশ্বজুড়ে শীর্ষ টিকা রপ্তানিকারক দেশ কিউবা। দেশটির বিজ্ঞানীরা এখন পর্যন্ত মোট পাঁচটি কোভিড টিকা তৈরির ঘোষণা দিয়েছে।

এরই মধ্যে কিউবার টিকা কেনার আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটি দেশ।

বিভিন্ন দেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া টিকাগুলোর মধ্যে অন্যতম– অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক, ফাইজার–বায়োএনটেক, মডার্না, জনসন অ্যান্ড জনসন, রাশিয়ার স্পুতনিক–ভি, ভারতের কোভ্যাক্সিন।

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

উত্তেজনার মধ্যেই কয়েক মার্কিন নাগরিককে আটক করল ভেনেজুয়েলা

নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যিশুর সদ্য আঁকা ছবি ২৭ লাখ ডলারে বেচলেন ট্রাম্প

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

বিক্ষোভে উত্তাল ইরান, হস্তক্ষেপে ‘প্রস্তুত হয়ে বসে আছে’ যুক্তরাষ্ট্র

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

আমরা আর দেরি করব না—দায়িত্ব নিয়েই মামদানির ঘোষণা

অর্থনৈতিক সংকটে দুর্বল ইরান বিক্ষোভে উত্তাল, সংঘর্ষে নিহত বেড়ে ৬