হোম > বিশ্ব

জ্বালানি তেলের দাম কমছে বিশ্ব বাজারে

ইউক্রেনে আক্রমণ কমানো এবং যুদ্ধের তীব্রতা কমিয়ে আনার ব্যাপারে রাশিয়া ইঙ্গিত দেওয়ার পরপরই বিশ্ব বাজারে কমতে শুরু করেছে তেলের দাম। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার ফলে ইউক্রেনে চলমান সংঘাতের পরিমাণ কমে যাওয়ার সংকেত হিসেবে বিবেচনা করায় তেলের দামের এই অবনমন হয়েছে বলে বলছেন বিশ্লেষকেরা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। 

আল জাজিরার প্রতিবেদন অনুসারে নিউইয়র্কে তেলের দাম প্রতি ব্যারেলে অন্তত ৭ ডলারেরও বেশি কমেছে। ফলে সেখানে ব্যারেল প্রতি তেলের দাম ১০০ ডলারের নিচে নেমে গেছে। 

রাশিয়ার প্রধান আলোচক জানিয়েছেন, পুতিন ও জেলেনস্কির মধ্যে প্রেসিডেন্ট পর্যায়ের একটি বৈঠক আয়োজনের ইচ্ছা তাঁদের রয়েছে। কিয়েভ সংকটের শুরু থেকেই পুতিনের সঙ্গে সরারসরি আলোচনা করতে চেয়েছে। 

কানাডার সিআইবিসি প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্টের সিনিয়র এনার্জি ট্রেডার রেবেকা বেবিন বলেন, ‘ব্যবসায়ীরা এবং বিনিয়োগকারীরা তেলের বাজার অতিমাত্রায় অস্থির হওয়ার কারণে অশোধিত তেলের ওপর থেকে তাঁদের বিনিয়োগ প্রত্যাহার করেছেন।’ তাঁর মতে এটিও তেলের মূল্য কমে যাওয়ার পেছনের কারণ হতে পারে। 

এদিকে, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোতে যোগ দেবে না বলে রাশিয়াকে জানিয়েছে ইউক্রেন। এদিকে চেরিনিভ এবং রাজধানী কিয়েভের কাছে সামরিক তৎপরতা ব্যাপকভাবে কমানো হবে বলে ইউক্রেনকে প্রতিশ্রুতি জানিয়েছে রাশিয়া। 

মঙ্গলবার তুরস্কে রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রতিনিধি দলের সদস্য ডেভিড আরাখামিয়া বলেন, নিরাপত্তা গ্যারান্টি কাজ করলে ইউক্রেন নিরপেক্ষ অবস্থান গ্রহণ করবে। 

ইউক্রেনের প্রতিনিধি দলের আরেক সদস্য আলেক্সান্ডার চ্যালি বলেন, ইউক্রেন ‘কোনো সামরিক-রাজনৈতিক জোটে’ যোগ দেবে না। 

এদিকে রাশিয়া জানিয়েছে, সেনা তৎপরতা কমানো মানে যুদ্ধবিরতি নয়। 

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার