মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানায়, নতুন এক সমীক্ষায় দেখা গেছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর এখন সাংহাই। এই শহরে থাকতে হলে এখন থেকে বিশ্বের যেকোনো শহরের চেয়ে অনেক বেশি অর্থ গুনতে হবে বাসিন্দাদের। আবাসিক সম্পত্তি, গাড়ি, এয়ার ফেয়ার, বিজনেস স্কুল ও অন্যান্য ব্যয় বিশ্লেষণ করে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর তালিকা করে জুলিয়াস বের গ্রুপ লিমিটেডের গ্লোবাল ওয়েলথ অ্যান্ড লাইফস্টাইল।
সম্প্রতি জীবনযাত্রার খরচের ওপর ভিত্তি করে করা এই তালিকায় থাকা ব্যয়বহুল ১৫ শহর—
১। সাংহাই
২। লন্ডন
৩। তাইপে
৪। হংকং
৫। সিঙ্গাপুর
৬। মোনাকো
৭। জুরিখ
৮। টোকিও
৯। সিডনি
১০। প্যারিস
১১। নিউইয়র্ক
১২। সাও পাওলো
১৩। মিলান
১৪। দুবাই
১৫। ব্যাংকক