হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রুশ রকেটে চড়ে মহাকাশে ইরানের স্যাটেলাইট

আজকের পত্রিকা ডেস্ক­

রাশিয়ার তৈরি রকেটের মাধ্যমে মহাকাশে নিজেদের একটি যোগাযোগ উপগ্রহ পাঠানো হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম। দেশটির মহাকাশ প্রযুক্তির এই সর্বশেষ সাফল্য পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশকে উদ্বেগে ফেলেছে।

আজ শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে বলা হয়, ‘নাহিদ-২ যোগাযোগ উপগ্রহটি রাশিয়ার ভোস্তোচনি কসমোড্রোম থেকে সয়ুজ রকেট ব্যবহার করে উৎক্ষেপণ করা হয়েছে।

‍‘১১০ কেজি (২৪০ পাউন্ড) ওজনের এই উপগ্রহ ইরানি প্রকৌশলীরা ডিজাইন ও তৈরি করেছেন।’

পশ্চিমা বিভিন্ন দেশ দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে, ইরানের মহাকাশ কর্মসূচির প্রযুক্তিগত অগ্রগতি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার উন্নত করতে ব্যবহার করা হতে পারে।

তুরস্কের ইস্তাম্বুলে আজ ইরান ও ব্রিটেন এবং ফ্রান্স ও জার্মানির মধ্যে পারমাণবিক আলোচনা শুরুর কিছুক্ষণ আগে এই খবর দিল ইরান।

এদিন সকালে শুরু হওয়া বৈঠক গত জুনে ইসরায়েলের ইরানে হামলার পর প্রথম। ওই হামলা ১২ দিনের সংঘাতের জন্ম দিয়েছিল। সে সময় ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত বছরের ডিসেম্বরে ইরান ঘোষণা করেছিল, তারা এখন পর্যন্ত সবচেয়ে ভারী পেলোড (মহাকাশযান যা উপগ্রহ, গবেষণা সরঞ্জাম, বৈজ্ঞানিক যন্ত্রপাতি বহন করে) মহাকাশে পাঠিয়েছে, যা উৎক্ষেপণে ব্যবহার করা হয় দেশীয়ভাবে তৈরি স্যাটেলাইট বাহক রকেট।

গত সেপ্টেম্বরে ইরান জানিয়েছিল, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মহাকাশ বিভাগের তৈরি করা গায়েম-১০০ নামের বাহক ব্যবহার করে চামরান-১ গবেষণা উপগ্রহ কক্ষপথে পাঠানো হয়েছে।

চীন সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, লক্ষ্য ‘সোনালি যুগের’ পুনরুজ্জীবন

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

ঠান্ডা পানিতে নামলেন না উদ্ধারকর্মী, ৭০ ফুট গভীর গর্তে যুবকের মৃত্যু

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

জেরুজালেমে ইসরায়েলি মন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের ত্রাণ সংস্থার কার্যালয় উচ্ছেদ, কর্মীদের হত্যার হুমকি

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

অস্তিত্বের সংকটে গাজা

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা