হোম > বিশ্ব > আফ্রিকা

কঙ্গোয় জাতিসংঘবিরোধী বিক্ষোভে সংঘর্ষ, নিহত ৪৩ 

আফ্রিকার দেশ কঙ্গোয় সশস্ত্র বাহিনী ও স্থানীয় উপজাতিদের মধ্যে সংঘর্ষে ৪০ জনেরও বেশি নিহত হয়েছে। এই সংঘর্ষে আহত হয়েছে আরও অন্তত ৫৬ জন। স্থানীয় সময় গত বুধবার কঙ্গোর পূর্বাঞ্চলের একটি শহরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দেশটির সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কঙ্গো সরকার জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কঙ্গোর এক পুলিশ কর্মকর্তার ওপর আক্রমণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় একজন পুলিশ সদস্যকে পাথর ছুড়ে হত্যা করা হচ্ছে। পরে সেনাবাহিনী সেই ঘটনা দেখে বিষয়টি নিয়ন্ত্রণ করতে গেলে ছয়জন নিহত হয়।

এর পরপরই দেশটির পূর্বাঞ্চলীয় শহর গোমায় স্থানীয় উপজাতিরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং অন্যান্য বিদেশি সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। পরে কঙ্গোর সশস্ত্র বাহিনী বল প্রয়োগ করে বিক্ষোভ দমন করতে চাইলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সেই ঘটনায় ৪০ জনেরও বেশি নিহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে সরকার বলেছে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে এবং ১৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার আরও জানিয়েছে, বিষয়টি তদন্ত করতে সামরিক বাহিনীর একটি কমিটি গঠন করা হয়েছে।

গোমার ইন্টারন্যাশনাল রেড ক্রসের স্থানীয় শাখা প্রধান অ্যান-সিলভি লিন্ডার বলেছেন, বিক্ষোভের পর তাদের ক্লিনিকে গুরুতর ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে বেশ কয়েকজন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে অনেকে হাসপাতালে আসার আগেই মারা যায়।

পূর্ব কঙ্গোতে অবস্থিতি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এমওএনইউএসসিও এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে এবং বলেছে, তারা সহিংসতার হুমকিতে উদ্বিগ্ন।

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান