হোম > বিশ্ব > আফ্রিকা

নাইজেরিয়ায় করোনা শনাক্ত ১ লাখ ৬৪ হাজারে পৌঁছেছে

নাইজেরিয়ায় করোনা আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা ১ লাখ ৬৪ হাজারে পৌঁছেছে। দেশটির ১০ রাজ্য মিলে গতকাল বুধবার নতুন ৮৯ জন রোগী শনাক্তের পর এ সংখ্যা দাঁড়াল। গতরাতে নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) এ তথ্য প্রকাশ করেছে।

নাইজেরিয়ার গণমাধ্যম প্রিমিয়াম টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, গত ফেব্রুয়ারিতে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় করোনা সংক্রমণ কম ছিল। কিন্তু, এর পর থেকে সংক্রমণ বাড়ছে। বুধবার ৮৯ জন নতুন রোগী শনাক্ত হওয়ায় এ সংখ্যা মোট ১ লাখ ৬৪ হাজারে পৌঁছেছে।

তবে, গত চার সপ্তাহ ধরে নাইজেরিয়ায় করোনা শনাক্ত হওয়াদের মৃত্যু উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। প্রায় তিন সপ্তাহের মধ্যে কেবল তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে করোনায় দেশটিতে প্রাণহানির সংখ্যা দাঁড়ায় ২ হাজার ৬১।

নাইজেরিয়ার কোভিড-১৯ সংক্রমিতদের দুই-তৃতীয়াংশ লোক চিকিৎসার পরে সুস্থ হয়েছে। এনসিডিসির তথ্য অনুসারে, বর্তমানে প্রায় আট হাজার রোগী চিকিৎসাধীন রয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে নাইজেরিয়ায় প্রথম করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত দেশটিতে ১৮ লাখ লোকের নমুনা পরীক্ষা করে এ শনাক্ত দাঁড়ায়।

টিকা-

জাতীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নয়ন সংস্থার বরাত দিয়ে প্রিমিয়াম টাইমস লিখেছে, গত ২৩শে মার্চ ডাব্লিউইচও নেতৃত্বাধীন কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে নাইজেরিয়াকে ৪০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উৎপাদিত করোনাভাইরাস প্রতিরোধক টিকা দেওয়া হয়। দেশটিতে ৫ মার্চ থেকে টিকা কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত প্রায় ১০ লাখ নাইজেরিয়ার নাগরিক টিকা গ্রহণ করেছে।

বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবকের পাশাপাশি সাধারণ মানুষও টিকা পাচ্ছেন। এ টিকা প্রয়োগে নাইজেরিয়ার নাগরিকদের শরীরে গুরুতর কোন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না বলেও উল্লেখ করা হয়।

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী