হোম > বিশ্ব > আফ্রিকা

গ্যাবনের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন অভ্যুত্থানকারীদের নেতা এনগুয়েমা

আফ্রিকার দেশ গ্যাবনের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন অভ্যুত্থানকারীদের নেতা জেনারেল ব্রিস ক্লোথায়ার ওলিগুই এনগুয়েমা। অভ্যুত্থানকারী গোষ্ঠীর মুখপাত্র কর্নেল উলরিখ মানফুম্বি মানফুম্বি গতকাল বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ কথা নিশ্চিত করেছেন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গত ৩০ আগস্ট গ্যাবনের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে এই অজুহাত দেখিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে সেনাবাহিনী। সেদিনই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করা হয়। পরে গ্যাবনের নির্বাচিত প্রেসিডেন্ট আলী বঙ্গোকে গৃহবন্দী করে সেনাবাহিনী। এর মধ্য দিয়ে দেশটিতে বঙ্গো পরিবারের টানা ৫৬ বছরের শাসনের অবসান হয়েছে। 
 
কর্নেল উলরিখ মানফুম্বি মানফুম্বি বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশ এবং দেশের বাইরে যত প্রতিশ্রুতি দিয়েছে তা পরিপূর্ণভাবে পালন করবে। পাশাপাশি অন্তর্বর্তী সব প্রতিষ্ঠানকে সমুন্নত রাখবে। তিনি আরও বলেন, ‘আগামী সোমবার সাংবিধানিক আদালতে জেনারেল ব্রিস ক্লোথায়ার ওলিগুই এনগুয়েমার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।’ 

এদিকে, অভ্যুত্থানের জেরে গ্যাবনের সদস্যপদ স্থগিত করেছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদ এই অভ্যুত্থানের নিন্দা জানিয়ে অতি দ্রুত গ্যাবনের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেয়। পাশাপাশি যতক্ষণ পর্যন্ত সাংবিধানিক বিধিব্যবস্থা পুনঃস্থাপিত না হয়, ততক্ষণ পর্যন্ত সদস্যপদ স্থগিত থাকবে বলেও জানানো হয়। 

এনগুয়েমা গ্যাবনের সবচেয়ে শক্তিশালী বাহিনী গ্যাবনিজ রিপাবলিকান গার্ডের কমান্ডার। তিনি গৃহবন্দী প্রেসিডেন্ট আলী বঙ্গোর গোত্রের সদস্য ও তাঁর দূর সম্পর্কীয় ভাই। তাঁর বাবা ছিলেন গ্যাবনের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা। বাবার পদাঙ্ক অনুসরণ করে ভর্তি হন সেনাবাহিনীতে। প্রশিক্ষণ নেন মরক্কোর রয়্যাল মিলিটারি একাডেমি অব মেকনেসে। সামরিক বাহিনীতে প্রবেশের পর তিনি আলী বঙ্গোর বাবা এবং গ্যাবনের তৎকালীন প্রেসিডেন্ট ওমর বঙ্গোর সামরিক সহযোগী ছিলেন।

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের