হোম > বিশ্ব > আফ্রিকা

কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ৪৮

কেনিয়ার পশ্চিমাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৮ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে ব্যস্ততম একটি বাস স্টেশনে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে এবং পদচারীদের চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কমান্ডার জিওফ্রে মায়েক জানান, ‘কেরিচো-নাকুরু মহাসড়কে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যুর খবর পেয়েছি। এখনো দু-একজন ট্রাকটির নিচে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।’

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এ দুর্ঘটনায় আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সংখ্যা আরও বেশি হতে পারে, তবে এখন পর্যন্ত ৩০ জনের বিষয়ে আমরা নিশ্চিত হতে পেরেছি।’

মায়েক বলেন, ‘কেরিচো অভিমুখী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকটি মিনিবাসের ওপর উঠে যায় এবং স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে বলে আমরা ধারণা করছি।’

স্থানীয় টেলিভিশনগুলোর সম্প্রচারিত ফুটেজে কয়েকটি দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি দেখা গেছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে কেরিচোর গভর্নর এরিক মুতাই বলেন, ‘আমি খুবই মর্মাহত। কেরিচোর জনগণের জন্য এটি শোকাবহ মুহূর্ত। প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমি সমবেদনা জানাচ্ছি।’

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে কেনিয়া সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা বাড়ছে।

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯