হোম > বিশ্ব > আফ্রিকা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর হাতেই ফিরছে সুদানের ক্ষমতা

মধ্যবর্তী সরকারকে উৎখাত করে গত ২৫ অক্টোবর ক্ষমতা গ্রহণ করে সুদানের সেনাবাহিনী। এরপর প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক ও আরও কিছু শীর্ষ নেতাকে গ্রেপ্তার বা গৃহবন্দী এবং মন্ত্রিসভা বাতিল করা হয়। যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা এবং আফ্রিকান ইউনিয়ন সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের গুরুতর বিরোধিতা করে। এ অবস্থায় ক্ষমতাচ্যুত হামদকের হাতে ক্ষমতা ফেরত দিতে গতকাল চুক্তি করার ঘোষণা দেয় সেনাবাহিনী। সুদানের রাজনৈতিক দল উমা পার্টির প্রধান ফাদাল্লাহ বারমা নাসির রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। 

ফাদাল্লাহ বারমা নাসির রোববার বলেন, সুদানের সব বেসামরিক রাজনৈতিক দল এবং সামরিক বাহিনীর মধ্যকার চুক্তি অনুযায়ী দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক টেকনোক্র্যাট (অনির্বাচিত) ব্যক্তিদের দিয়ে একটি স্বাধীন মন্ত্রিসভা গঠন করবেন। এ ছাড়া অভ্যুত্থানের পর আটক হওয়া সব রাজনৈতিক বন্দীকেও মুক্তি দেওয়া হবে। 

দীর্ঘ বিক্ষোভের পর ২০১৯ সালে তিন দশকের শাসক ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করার পর সুদানে ‘সার্বভৌম কাউন্সিল’ নামের একটি মধ্যবর্তী সরকার গঠিত হয়। সেনাবাহিনী ও রাজনীতিবিদদের নিয়ে গঠিত কাউন্সিলটির অধীনে ২০২৩ সালে দেশটির জাতীয় নির্বাচন হওয়ার কথা। কিন্তু তার আগে অভ্যুত্থান করে সেনাবাহিনী। অভ্যুত্থানের পর অন্তত ৪০ জন নিহত হয়েছে। 

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯