আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি রেস্টুরেন্টে গত শুক্রবার এক বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। একজন অ্যাম্বুলেন্স কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আবদিকাদির আবদিরাহমান রয়টার্সকে বলেন, ‘এই বিস্ফোরণে আরও সাতজন আহত হয়েছেন। রেস্টুরেন্টটি মোগাদিসুর সমুদ্রতীরে অবস্থিত।’
এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে সোমালিয়ার ইসলামপন্থী গোষ্ঠী আল শাবাব। সংগঠনটির সামরিক অভিযানের মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব বলেছেন, তাঁরা ধর্মত্যাগী সরকারের নিরাপত্তা কর্মকর্তা ও রাজনীতিবিদদের টার্গেট করেছে।
আল শাবাব গোষ্ঠী হর্ন অব আফ্রিকার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং যুদ্ধের অংশ হিসেবে প্রায়ই মোগাদিসু এবং দেশটির অন্যান্য জায়গায় প্রায়ই হামলা চালায়। আল শাবাব দেশটিতে শরিয়াহ আইন প্রতিষ্ঠা করতে চায়। এ উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের পতন ঘটিয়ে নিজস্ব শাসন প্রতিষ্ঠার জন্য বছরের পর বছর ধরে লড়াই করছে আল শাবাব।
বিস্ফোরণের শিকার হওয়া পেসকাটোর সি ফুড রেস্টুরেন্টটি সম্প্রতি মোগাদিসুর দক্ষিণে লিডো সমুদ্রসৈকতে খোলা হয়েছে। সেখানে সরকারি নিরাপত্তা কর্মকর্তারা প্রায়ই আসেন।
রয়টার্স জানিয়েছে, নিহত বা আহতদের মধ্যে কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বা নিরাপত্তাকর্মী আছেন কি না, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।