হোম > বিশ্ব > আফ্রিকা

সোমালিয়ায় রেস্টুরেন্টে বিস্ফোরণ, নিহত ৬ 

আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি রেস্টুরেন্টে গত শুক্রবার এক বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। একজন অ্যাম্বুলেন্স কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আবদিকাদির আবদিরাহমান রয়টার্সকে বলেন, ‘এই বিস্ফোরণে আরও সাতজন আহত হয়েছেন। রেস্টুরেন্টটি মোগাদিসুর সমুদ্রতীরে অবস্থিত।’ 

এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে সোমালিয়ার ইসলামপন্থী গোষ্ঠী আল শাবাব। সংগঠনটির সামরিক অভিযানের মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব বলেছেন, তাঁরা ধর্মত্যাগী সরকারের নিরাপত্তা কর্মকর্তা ও রাজনীতিবিদদের টার্গেট করেছে। 

আল শাবাব গোষ্ঠী হর্ন অব আফ্রিকার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং যুদ্ধের অংশ হিসেবে প্রায়ই মোগাদিসু এবং দেশটির অন্যান্য জায়গায় প্রায়ই হামলা চালায়। আল শাবাব দেশটিতে শরিয়াহ আইন প্রতিষ্ঠা করতে চায়। এ উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের পতন ঘটিয়ে নিজস্ব শাসন প্রতিষ্ঠার জন্য বছরের পর বছর ধরে লড়াই করছে আল শাবাব। 

বিস্ফোরণের শিকার হওয়া পেসকাটোর সি ফুড রেস্টুরেন্টটি সম্প্রতি মোগাদিসুর দক্ষিণে লিডো সমুদ্রসৈকতে খোলা হয়েছে। সেখানে সরকারি নিরাপত্তা কর্মকর্তারা প্রায়ই আসেন। 

রয়টার্স জানিয়েছে, নিহত বা আহতদের মধ্যে কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বা নিরাপত্তাকর্মী আছেন কি না, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। 

প্রেসিডেন্ট হিসেবে ৪০ বছর পূর্ণ করার পথে মুসেভেনি, কোন পথে উগান্ডা

মিসরে সেনাবাহিনীর কবজায় বিপুল নগদ অর্থ, ঋণ সংকটেও সহায়তায় নারাজ

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস