হোম > বিশ্ব > আফ্রিকা

তিউনিসিয়া উপকূলে আবারও নৌকাডুবি, ১৯ জনের মৃত্যু

তিউনিসিয়া উপকূলে আবারও একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাটি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিল। রোববার (২৬ মার্চ) একটি মানবাধিকার সংগঠনের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

গত ২৪ ঘণ্টায় ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে ২ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছে বলে জানায় দেশটির সংবাদ সংস্থা এএনএসএ। শনিবারের এই এতসংখ্যক অভিবাসনপ্রত্যাশী আসার ঘটনাকে রেকর্ড বলছে সংবাদ সংস্থাটি।

এএনএসএর প্রতিবেদনে বলা হয়, গত চার দিনে দক্ষিণাঞ্চলীয় শহর স্ফ্যাক্সের উপকূলে শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী কমপক্ষে পাঁচটি নৌকা ডুবে যায়। এতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, আর নিখোঁজ ৬৭ জন। শনিবার তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ১৯ জনের মৃত্যুর পাশাপাশি শিশুসহ অন্তত ৩৪ জন নিখোঁজ রয়েছে।

তিউনিসিয়ার কোস্টগার্ড এর আগে বলেছিল, তারা গত চার দিনে ইতালির দিকে যাওয়া প্রায় ৮০টি নৌকা থামিয়েছে এবং ৩ হাজারেরও বেশি লোককে আটক করেছে, যাদের বেশির ভাগই আফ্রিকার সাব-সাহারা অঞ্চল থেকে এসেছে।

সাম্প্রতিক সময়ে ইউরোপে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের কাছে তিউনিসিয়া অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ইতালিতে প্রবেশ করা অন্তত ১২ হাজার মানুষ তিউনিসিয়া থেকে এসেছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল মাত্র ১ হাজার ৩০০।

এর আগে গত জানুয়ারিতে তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত পাঁচজন নিহত হয়। সে সময়ও তিউনিসিয়ার স্ফ্যাক্স উপকূলের লুয়াটায় নৌকাটি ডুবে যায়।

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী