হোম > বিশ্ব > আফ্রিকা

সুদানে বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত

সুদানের পশ্চিমাঞ্চল ওমদুরমানে সেনাবাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল শনিবার এ হামলা হয়। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

তবে এক বিবৃতিতে সুদানের আধা সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) জানিয়েছে, এই হামলায় অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকটি ভবন বিধ্বস্তসহ অনেকেই আহত হয়েছেন। 

দেশটির সামরিক দলগুলোর মধ্যে যুদ্ধ ১২তম সপ্তাহে প্রবেশ করার পর এই হামলা চালানো হলো। গত ১৫ এপ্রিল যুদ্ধ শুরু হওয়ার পর আধা সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) রাজধানী খার্তুম, ওমদুরমান ও বাহরি দ্রুত দখলে নিলে সেনাবাহিনী বিমান ও কামান হামলা শুরু করে। লড়াই বন্ধে কোনো প্রচেষ্টাই এখনো পর্যন্ত সফল হয়নি।

ফলে দেশটিকে একটি বৃহত্তর গৃহযুদ্ধের দিকে টেনে নিয়ে যাওয়ার হুমকি তৈরি হয়েছে। সেনাবাহিনী ফেসবুকে এক পোস্টে বলেছে, বিশেষ বাহিনী ২০ ‘বিদ্রোহী সেনাকে’ হত্যা করেছে এবং তাদের অস্ত্র ধ্বংস করেছে।

ফেডারেল স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, পশ্চিম দারফুর রাজ্যের জাতিগত সহিংসতা রাজধানী, কর্ডোফান ও দারফুর অঞ্চলে ছড়িয়ে পড়ায় লড়াইয়ে কমপক্ষে ১ হাজার ১৩৩ জন নিহত হয়েছে। এ ছাড়া ২.৯ মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে প্রায় ৭ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে।

অন্যদিকে সাহায্য সংস্থার মতে, লড়াইয়ের কারণে নারীদের ধর্ষণ ও অপহরণের ‘উদ্বেগজনক সংখ্যা’ সৃষ্টি হয়েছে।

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই