হোম > বিশ্ব > আফ্রিকা

তীব্র খরার পর তানজানিয়ায় বন্যা, ৬৩ জনের মৃত্যু 

তীব্র খরার পর প্রবল বৃষ্টিপাতে তানজানিয়ার উত্তরাঞ্চলে বন্যায় ৬৩ জন মারা গেছেন। তাঁরা সবাই উত্তর তানজানিয়ার হানাং জেলার বাসিন্দা। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

তাঞ্জানিয়ার প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া সোমবার টেলিভিশনে বলেছেন, আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৬ জন। ভূমিধসে একটি গ্রামের অর্ধেক ধ্বংস হয়ে গেছে। 

এর আগে স্থানীয় কর্মকর্তারা উত্তর তানজানিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৪৭ জন নিহত এবং ৮০ জন আহতের খবর নিশ্চিত করেছিলেন। 

প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া বলেন, ‘আমরা এখানে আমাদের সঙ্গীদের লাশের সামনে আছি। ৬৩ প্রিয়জনকে হারিয়েছি আমরা। তাদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ৪০ জন নারী।’ 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উত্তর মানিয়ারা অঞ্চলের কমিশনার কুইন সেন্ডিগা বলেছেন, মৃতের সংখ্যা ৬৮ তে পৌঁছেছে। এর আগে সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ের মুখপাত্র জুহুরা ইউনুস বলেন, বন্যায় অন্তত এক হাজার ১৫০টি পরিবার এবং পাঁচ হাজার ৬০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৭৫০ একর (৩০০ হেক্টর) কৃষিজমি ধ্বংস হয়ে গেছে। 

ইউনূস বলেন, ‘ক্ষতিগ্রস্ত রাস্তা ঠিক করা থেকে শুরু করে উদ্ধারকাজে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও, সরকার এই দুর্যোগ মোকাবিলায় যথাসাধ্য চেষ্টা করছে। তীব্র খরার পরেই বন্যার শিকার দেশটি। এই অঞ্চলের মাটি শুষ্ক এবং পানি ধরে রাখার ক্ষমতা কম। তাই আকস্মিক বন্যার ঝুঁকি বাড়িয়ে দেয়।

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী