হোম > বিশ্ব > আফ্রিকা

সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত ১০

উত্তর আফ্রিকার দেশ সুদানে গত মাসে সংঘটিত সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নামে কয়েক হাজার মানুষ। এই বিক্ষোভে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। 

গতকাল বুধবার বিক্ষোভকারীরা রাজধানী খার্তুম এবং বাহরি এবং ওমদুরমানে নামে দুটি শহরে মিছিল করে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি ও টিয়ার গ্যাস ছোড়ে। এ ছাড়া এর আগে দিনের শুরুতে শহরের মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। 

নিহতদের মধ্যে দুজন খার্তুমের, সাতজন বাহরির এবং একজন ওমদুরমানের। 

সুদানের সেন্ট্রাল কমিটি অব সুদানিজ ডক্টরস (সিসিএসডি) এক বিবৃতিতে বলেছে, `বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর চালানো গুলিতে ১০ জন মারা গেছে। এ ছাড়া গুলিতে আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।' 

তবে এই ঘটনার ব্যাপারে তাৎক্ষণিকভাবে সুদানের নিরাপত্তা বাহিনী কোনো মন্তব্য করেনি।

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯