হোম > বিশ্ব > আফ্রিকা

চাদে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সংলাপে জান্তা সরকার 

অবশেষে সামরিক জান্তা সরকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে দেশটির বিভিন্ন স্তরের প্রতিনিধিরা। বহুল প্রতীক্ষিত এই বৈঠকটি আরও আগে শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের ৩ সপ্তাহেরও বেশি সময় পর শুরু হলো। দেশটির জান্তা সরকার এই বৈঠককে ‘সিদ্ধান্ত গ্রহণকারী’ মুহূর্ত বলে আখ্যা দিয়েছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, চাদের রাজধানী এনজেমেনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দেশটির সামরিক বাহিনী, সুশীল সমাজ, বিরোধী দলীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলোর নেতৃবৃন্দসহ সব মিলিয়ে ১ হাজার ৪০০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন। তবে, দেশটির বেশ কয়েকটি বিরোধী দল এই বৈঠক বর্জন করেছে। 

 ‘জাতীয় সংলাপ’ নামে পরিচিত এই সংলাপটির উদ্যোক্তা মূলত চাদের সেনাবাহিনীর জেনারেল ও দেশটির বর্তমান শাসক মাহামাত ইদরিস দেবাই। তিনি এই আলোচনাকে ‘দেশের ইতিহাসে একটি সিদ্ধান্তমূলক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন। এর আগে, গত ১৫ জানুয়ারি দেশটির রাজধানীতে জাতীয় ঐক্যের প্রতীক একটি ভাস্কর্য উদ্বোধন করেন। 

দেবাই বলেছেন, বৈঠকে অনুষ্ঠিতদের উচিত তাঁর ১৮ মাসের সামরিক শাসনের পর একটি ‘অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের পথ উন্মুক্ত করা’। আলোচনার এজেন্ডায় রয়েছে স্থায়ী শান্তি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার এবং একটি নতুন সংবিধান যা গণভোটে রাখা হবে। দেবাই গত বুধবার একটি আদেশে স্বাক্ষর করেছেন, যেখানে বলা হয়েছে এই বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো আইনিভাবে প্রতিপালন বাধ্যতামূলক বলে বিবেচিত হবে। 

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিলে তাঁর বাবার দীর্ঘ ৩০ বছরের শাসনের অবসানের মাত্র ৩৭ বছর বয়সে চাদের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন দেবাই। 

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু