হোম > বিশ্ব > আফ্রিকা

ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট, বতসোয়ানায় জরুরি অবস্থা জারি

আজকের পত্রিকা ডেস্ক­

বতসোয়ানার প্রেসিডেন্ট দুমা বোকো। ছবি: সংগৃহীত

জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটের মুখে বতসোয়ানা সরকার দেশজুড়ে জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সোমবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট দুমা বোকো এই ঘোষণা দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সরবরাহের সংকট সামাল দিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কোটি কোটি পাউন্ডের একটি পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের বাজেট সীমিত, তাই এই ঘাটতি কাটাতে খুব হিসাবি হতে হবে।’

বতসোয়ানা বিশ্বের অন্যতম প্রধান হীরা উৎপাদনকারী দেশ। দেশটির অর্থনীতি মূলত হীরার ওপরই নির্ভরশীল। আন্তর্জাতিক হীরার বাজার মন্দার কারণে দেশটির অর্থনীতি বর্তমানে বেশ চাপে রয়েছে। মার্কিন কাটছাঁটের কারণে আরও শোচনীয় হয়েছে অবস্থা। ফলস্বরূপ, বর্তমানে দেশটির প্রায় আড়াই কোটি নাগরিক বেকারত্ব ও উচ্চ দারিদ্র্যের সম্মুখীন।

ভাষণে প্রেসিডেন্ট বোকো জানান, ঘাটতি সামলাতে অর্থ মন্ত্রণালয় ২৫০ মিলিয়ন পুলা (১৩ দশমিক ৮ মিলিয়ন পাউন্ড) জরুরি তহবিল অনুমোদন দিয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছিল যে খুব শিগগিরই তারা বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। যার মধ্যে অন্যতম চিকিৎসা সামগ্রীর ঘাটতি এবং এক বিলিয়ন পুলারও বেশি (৫৫ দশমিক ২ মিলিয়ন পাউন্ড) ঋণ। এই ঋণের বেশির ভাগই জমেছে এমন রোগীদের চিকিৎসা বাবদ, যাদের সরকারি হাসপাতালে সেবা না পেয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।

স্বাস্থ্যমন্ত্রী ড. স্টিফেন মোডিসের দেওয়া তথ্যমতে, ক্যানসার, এইচআইভি চিকিৎসা এবং যক্ষ্মাসহ নানা রোগের ওষুধ ও সরঞ্জামে ঘাটতি দেখা দিয়েছে। ইউএনএইডসের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সাহায্য কমানোর আগে যুক্তরাষ্ট্র বতসোয়ানার এইচআইভি কর্মসূচির প্রায় এক-তৃতীয়াংশ অর্থ দিত।

এই সংকটের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় সাময়িকভাবে ঐচ্ছিক অস্ত্রোপচার ও অ-জরুরি চিকিৎসার রেফারেল বন্ধ করেছে। এর মধ্যে অঙ্গ প্রতিস্থাপন সার্জারিও রয়েছে। তবে সরকার আশাবাদী মনোভাব দেখাচ্ছে। ড. মোডিসে বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই, আমরা খুব শিগগিরই এই পরিস্থিতি কাটিয়ে উঠব।’ রয়টার্স জানিয়েছে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে ওষুধ ও সরঞ্জাম বিতরণের কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার রাজধানী গাবোরোন থেকে প্রথম ট্রাকবহর রওনা হয় এবং সন্ধ্যার মধ্যে সেগুলো প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর কথা।

মিসরে সেনাবাহিনীর কবজায় বিপুল নগদ অর্থ, ঋণ সংকটেও সহায়তায় নারাজ

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত