হোম > বিশ্ব > আফ্রিকা

গিনিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৪ 

গিনিতে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন।

রোববার (৬ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। গিনি সরকার এক বিবৃতিতে দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

বাসটি রাজধানী কোনাক্রি থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ফারানাহ’র উদ্দেশে যাচ্ছিল। রাজধানী ১৩০ কিলোমিটার পূর্বে কিনডিয়া শহরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে।

কাবিনেট কাকে নামের স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায় বাসটি। দুর্ঘটনায় স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামরিক বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ফাওলি সৌমাহ বলেন, মৃতদেহগুলো সেভাবে চেনা যাচ্ছে না। তাই এখনো পরিচয় নিশ্চিত করা যায়নি।

খারাপ রাস্তা, ফিটনেসবিহীন যানবাহন এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে গিনিতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরে দেশটিতে একটি মিনিবাস দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়। 

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই

সিয়েরা লিওনে কালো জাদুর নামে নরবলি, নেপথ্যে ক্ষমতার নেশা

দারফুরের করদোফানে আরএসএফকে ঠেলে এগিয়ে যাচ্ছে সুদানি সেনাবাহিনী

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থীকে অপহরণ