হোম > বিশ্ব > আফ্রিকা

গিনিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৪ 

গিনিতে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন।

রোববার (৬ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। গিনি সরকার এক বিবৃতিতে দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

বাসটি রাজধানী কোনাক্রি থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ফারানাহ’র উদ্দেশে যাচ্ছিল। রাজধানী ১৩০ কিলোমিটার পূর্বে কিনডিয়া শহরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে।

কাবিনেট কাকে নামের স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায় বাসটি। দুর্ঘটনায় স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামরিক বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ফাওলি সৌমাহ বলেন, মৃতদেহগুলো সেভাবে চেনা যাচ্ছে না। তাই এখনো পরিচয় নিশ্চিত করা যায়নি।

খারাপ রাস্তা, ফিটনেসবিহীন যানবাহন এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে গিনিতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরে দেশটিতে একটি মিনিবাস দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়। 

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯